Monday, June 21, 2010
একটি বছর পেরিয়ে!!!!!!!!!!
আজ ১৯/০৬/২০১০ একটি বছর চলে গেল।অনেক প্রতিশ্রুতি অনেক চাওয়ার কিছুই পূরন হলো না। জানি না এ সব নীলা বলতে পারবে কীনা তবে বুঝি ওর চাওয়া গুলোও পূরন হলো না। কত সাধারন বিষয়ই তো ও চেয়ে ছিল। একটি মেয়ে জীবনে যে স্বপ্ন গুলো দেখে ততটুকুই কিন্তু আমি এমন পোঁড়া কপালে যে ওর জন্য এইটুকুই করতে পারলাম না। জানি ও কোন অভিযোগ করবে না। কিন্তু মনের ভেতর ওর দুঃখ গুলো বাঁজে। অনেক কান্না পায় মনে হয় বলি তুমি যেভাবে পার এর বদলা নাও কিন্তু সাহস হয় না। আজও সেই দিনটা কথা মনে পরে ও খুবই সাধারন ভাবে সব মেনেনিল কিছুই দিতে পারিনি।জানি ওর খাঁরাপ লেগেছিল।আমার নিজেকে খুব অপরাধিলাগে। তবুও আজ এই দিনে বলতে চাই তুমিই আমার সব।তোমায় ছাড়া বাঁচা দায়।অনেখ সুখী করব এই আশায় আছি।ভুল বুঝো না।অনেক অনেক ভালবাসা রইল। আমার নীলা।
Subscribe to:
Posts (Atom)