আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস কিন্তু দিনটা খুব এঞ্জয় করতে পারলাম না। কারন? কারন নীলা কাছে নেই। সকাল বেলা প্রায় ১ ঘণ্টা ৩০ মিঃ মাত্র কথা তারপর অফিস স্টার্ট। সারাদিন বাইরে কত জুটি দেখলাম, কত লজ্জা, কত সংকোচ কিন্তু কত ভালবাসা।মনে হয় ওরা যা করতে আজ লজ্জা পাচ্ছে তার জন্য হত একদিন আফসোস করবে। যেমন আমি আজ করছি। কত ভালেনটাইনস ডে যে আমরা নষ্ট করছি তার হিসাব নাই।।
আজ ৯টা ১৫ মি এ এনটিভিতে কাছে আসার গল্প নামে তিনটা নাটক দেখলাম। মোটামুটি ভাল কিন্তু আমারটা ও কোন অংশে কম না। বলবো আমারটা?
আমরা দুজন একই অরফানেজ এ বড় হয়েছি। আমি আগে আর ও পরে এডমিশন নেই। কিন্তু আমরা এক ক্লাস এ পড়তাম। ক্লাস ফাইভ এ প্রথম দেখা। প্রথম প্রথম কোন কথা নাই। শুধু বাস্ততা তারপর কথা শুরু কিন্তু হঠাৎ কোন এক কারনে সব বন্ধ। নীলা যদিও কারনটা মনে করতে পারবেনা কিন্তু আমার আজও মনে আছে। তাই মনে হয় আজ যা করতে মন চায় তাই ই করা উচিৎ
আমরা দুজন ছিলাম দুইগ্রুপ এর লিডার তাই সব প্রোগ্রামে দেখা হবেই। অনেক কিছু বলার থাকত কিন্তু বলা হতনা। সব সময় একটা ইগো কাজ করত। কিন্তু ভাললাগত যখন অন্যরা আমাদের বিষয়ে কথা বলত। কিন্তু দুজন কোন দিন ও দুজন কে বলতে পারলাম না মনের কথা। অন্য কারো কারো চিঠি আমরা আদান প্রদান করতাম কিন্তু দুজনের না বলা কথা গুলো মনের মাঝে থেকে গেলো। এসএসসি পরীক্ষা শেষ করলাম। কিন্তু মনের মাঝে একটা কষ্ট সব সময়ই বাজত। আর তা হল যদি একটু হেল্প করতাম তা হলে হয়তো নীলাও আমার সাথে একবারে পাশ করত। কিন্তু এখন আর কী করার আছে। তাই আমিই প্রথম ওর ঠিকানায় চিঠি দিলাম। আমি জানতাম ও অবশ্যই আমার চিঠির উত্তর দিবে। আর ঠিক তাই হল। ও উত্তর দিল। এরপর শুরু কত যে পত্র আদান প্রদান হল তার ঠিক নাই। কিন্তু এর ভিতর কেমন যেন সব কিছু উল্টো হয়ে গেল। অন্য কেউ আমার জীবন এ ছন্দ পতন ঘটাল। তিনটা বছর আমি পাগলের মত জীবন কে খুঁজলাম কিন্তু জীবন আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। তাই এক সময় আমাকে সব কিছু ছেড়ে চলে আসতে হল। আমি ফিরে আসলাম নীলার কাছে। তারপর টানা ৫ বছর প্রেম/ডেট। কত যে ভুল বোঝা বুঝি কিন্তু ভালবাসা তার চেয়েও বেশী। নীলা এরপর কানাডা চলে গেল। আমার দিন গুলো যেন কেমন থেমে গেল। এর মাঝে শুধু স্কাইপিতে কথা আর ভিডিও চ্যাট। ঠিক দেড় বছর পর ওরা ফিরে আসল। তারপর বিয়ে।
Tuesday, February 15, 2011
Wednesday, February 9, 2011
জানি না কেন এমন করছ?
মনা তোমার কী হইসে? তুমি কেন এত খাঁটাখাটনি করছ? আমার কিন্তু অনেক পঁচা লাগছে। জানি না তুমি কেন হঠাৎ এত কাজ নিলা। মনা আমি কি এসে তোমায় সাহায্য করতে পারতাম না? তুমি তো একটা কিছু বাঁধিয়ে বসবে। আমি জানি তুমি যদি রেস্ট না নাও তবে তোমার কি অবস্থা হয়। মনা আমার কথা রাখ তুমি সকাল বেলার কাজটা কর। বিকাল বেলারটা স্টপ কর। জানি তুমি এখন কাজ করে পরে আমায় টাইম দিতে চাও কিন্তু তুমি যদি তখন আর সুস্থ্য না থাক? মনা প্লিজ একটু চিন্তা কর। তোমায় কোন ভাবেই আমি হারাতে চাইনা। তুমি যদি ভাব এ সব তোমার দায়িত্ব তবে কেন আমি তোমার সাথে চলবার প্রতিজ্ঞা করলাম। আমি কী এ সবের অংশীদার নই? আমায় পরীক্ষা করার জন্য হলেও কিছু বাদ রাখো। দয়া করে একটু থাম। নীলা, তোমায় বাঁধা দেব এমন সাহস নাই, এ সব আমার ভালবাসার চাওয়া। একটু রেস্ট নাও দুজন মিলে না হয় ভাগাভাগি করে নেব। অনেক না পাওয়ার মাঝে তুমি আমার সব চেয়ে বড় পাওয়া, তোমায় কী করে হারাবো? তোমায় অনেক ভালবাসি। জানি তুমি তার চেয়েও বেশি। তাই আমার অনুরোধ যদি পার একটু নিজের কথা ভাব। আমায় অপরাধী কর না।
Tuesday, February 8, 2011
মনা তুমি অনেক কষ্ট করছ। আজও তুমি রাত ২ টার পর আসলে। আজ না হঠাৎ পেপার পড়ার সময় দেখলাম যে এবার ও আমায় ১লা ফাল্গুন ও ভালবাসা দিবসে একা একা থাকতে হবে, জানি তুমি ও একা একা থাকবে। মনটা না অনেক খারাপ হয়ে গেলো। তুমি দূরে গিয়ে আমায় বোঝালে তুমি না থাকলে আমি আর আমি নই। প্রতিটা মুহূর্ত খুব একা লাগে। অনেক রাগ হয় কেন তুমি চলে গেলে? জানি তুমি যেতে চাওনি। তারপর ও মন মানে না। তোমায় ছাড়া বাঁচা দাঁয়। মাঝে মাঝে মনে হয় কেন যে তুমি এত বেশি ভালবাসলে? আমি কি এর যজ্ঞ ? আবার ভাবি ভালই যদি বাসে তবে কী করে চলে গেলো? জানি না আবার কবে দুজন এক সাথে ফেব্রুয়ারী মাস কাটাবো কিন্তু যখন বা যে বছরটা খুব রঙ্গিন হয়ে থাকত সে বছরটাতেই তুমি অনেক অনেক দূরে। ভাল থেক তোমার জন্য আমার সবটুকু ভালবাসা রইল।
Subscribe to:
Posts (Atom)