Friday, April 22, 2011

ইমিগ্রেশন পেপার জমা

আজ ২২ এপ্রিল। খুব ভোর বেলা উঠলাম। আজ একটা খুশীর খবর হল, আজ নীলার দাদা আমাদের ইমিগ্রেশন পেপার জমা দিছে। জানি না কবে হবে।কিন্তু নীলার খুব খুশী হচ্ছে।