Saturday, June 18, 2011

আজ দু’ বছর পূর্ণ হল !!!!!

আজ দু’ বছর পূর্ণ হল। কী ভাবে যে সময় চলে গেল টেরও পেলাম না। আজ ও নীলা অনেক দূরে। সেই কানাডায়। এবারও ওকে এই দিনে কাছে পেলাম না। মনটা খুব খারাপ হয়ে যায়, যখন ফেলে আসা দিনগুলো মনে পরে। অনেক আশা নিরাশার মাঝে ওকে বিয়ে করলাম। কারো কাছে বলতে পারলাম না। গুটি কয়েক লোক মাত্র জানতে পারলো। নীলাকে সেদিন দেবার মত কোন কিছু ছিলনা। আজও নেই। এতটা দূরে যে ইচ্ছা করলেও ছুঁতে পারবনা। ও কত আশা করে ছিল গতবার যে আজ এই দিনে আমরা দু’জন এক সাথে থাকব কিন্তু তা হল না। আশা করছি সামনের বার দুজন এই দিনটাতে এক সাথে থাকবো। অনেক কথা বলবো, যত সুখের স্মৃতি আছে আমাদের চোখে ভাসবে। আরও কত কী যে হবে।

জানি না ঐ দিনটা কবে যে আসবে। আজ নীলা পার্টিতে যাবে। হয়ত আমায় অপেক্ষা করতে হবে। ওর সাথে কথা না বললে আজ দিনটা আমার কাছে মরে যাবে। জানি ও চাইবে কথা বলার জন্য অনলাইনে আসতে কিন্তু পার্টিতে না গেলে যদি প্রবলেম হয়? কিন্তু আমি অপেক্ষা করব। আমার অপেক্ষা করতে ভালই লাগে। কেমন যেন দম বন্ধ বন্ধ অবস্থা হয়। আর ওকে দেখা মাত্র সব ঠাণ্ডা। তাই অপেক্ষা করব। ও না আসলে কান্না করব। কিন্তু এই দিনটা আমি খুব মিস করবো। ওকে ছাড়া আমি একটা খনও ভাবতে পারব না। নীলা তুমি থাকবে তো? জানি তুমি না এসে পারবে না। তোমার জন্য বসে থাকবো। কাল......হয়ত সারা জীবন। অনেক ভালবাসি।