তুমি কী অনুভব কর কতটা দুঃখে আমি আছি? তুমি কী শুনতে পাও আমার গোপন কান্না। মন বলছে এসব শরীরি ব্যাপার তোমায় স্পর্শ করে না। আজ ৫টি দিন হয়ে যায় অথোচ তুমি নির্বিবাক তোমার কোন খবর নেই। একটি বিষয় পরিষ্কার হও। শত সমস্যা আর তোমার প্রচন্ড রাগও আমায় তোমার সাথে দেখা করার থেকে ফেরাতে পারেনি। এরমাত্র একটি কারন তোমার জন্য এ হৃদয়ের অনুভূতি। এত দূরে একজন সর্বাত্নক চেষ্টা করে মরছে আর তুমি কিনা এক দাদা দিদির কথা বলে পার পেয়ে যাবে। এ সম্পর্কের কী কোন অধিকার নেই নাকি সে অন্যের দয়ায় অন্যের মুখাপেক্ষি। জানি তোমার ভেতরটা কেমন করছে কিন্তু আমি যে আর পারছি না বাবু। তোমায় কষ্ট দিব এ ইচ্ছে আমার উবে গেছে। আর হয়তো জেনে তোমায় কোন দিন কষ্ট দেব বা দিয়েছি তাও নয়। কিন্তু তুমি যে ভাবে কষ্ট দিচ্ছ তা মরমান্তিক। তোমায় নিয়ে আমার কোন সংসয় নেই যা আছে তা ভাবনা। তোমার খবর না পেলে তোমায় এক মুহূর্তের জন্যেও যদি অনলাইনে দেখি তবে আমি সান্ত্বনা পাই। তোমার এক কথার একটি মেইল আমায় যে কি পরিমান সান্ত্বনা দেয় তা তুমি বুঝবেনা। আমার দ্বীনতা তোমার অজানা নয় কিন্তু মাঝে মাঝে ভাবি একি তার পরিহাস। জানি না, মুখে বল ভাল থাকো কিন্তু একবার প্রশ্ন কর নিজেকে এভাবে কী ভাল থাকা যায়। তুমি ভাল থেকো। নিঃস্ব হতে পারলাম না, তা না হলে তোমায় কল করে কথাগুলো বলতাম। অনেক কষ্ট দিচ্ছ।
No comments:
Post a Comment