Tuesday, August 25, 2009

আর কত দিন ?????????

জানি না তোমার মন কতটা কাঁদে। আমি কথা রাখার চেষ্টা করছি। তোমায় প্রতি দিন মেইল করছি। জানি তুমি পড়তে পারনা। তারপরও করি মনকে বাঁচিয়ে রাখতে করি। তোমার দিনগুলো কেমন ভাবে কাঁটছে? আমার তো মরে যেতে ইচ্ছে হয়। তুমি কীভাবে এখন স্বাভাবিক আছো আমার জানতে খুব ইচ্ছে হয়। ২৪/৭ মানে সারা দিন আমার তোমার ভাবনায় কাটে মাঝে মাঝে মনে হয় তুমি আমার জন্য পাহাড় সমান দুঃখের কারন। ইফতার শুরু হয়ে গেছে কিন্তু আমি তো কিছুই খেতে পারি না দেখলেই কান্না পায় মনে পরে গত বারের কথা দু'জনে পার্কে গিয়ে খেতাম তুমি নাই তাই ও খাবার ইচ্ছেও আমার মরে গেছে। খুব খুব কান্না করি। ইয়োথ গ্রুপ ছেড়ে দিছি। চার্চও চেঞ্জ করব কারন ওখানে গেলে আমার কান্না ছাড়া গতি থাকে না। ভাল থাক। জানি কঠিন তারপরও চেষ্টা কর। ঈশ্বর তো আছেন।

No comments:

Post a Comment