বাবু আমার মন আজ ভাল। তোমার সাথে কথা বললে আমার ভাল লাগে। তুমি সত্যি করে বল কেমন আছো? আজ ২য় রোজা চলে যাবে তুমি থাকলে কলাবাগানের ইফতারি খেতাম। আমার সময় কাঁটতে চায় না। আর তুমি কিনা বল আমি এম বি এ শেষ করার পর আসবে। এটা কোন কথা হল। ভাল থাকো। আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি। তোমায় অনেক ভালবাসি। ঈদে নতুন জামা কিনতে মন চায় তুমি যেহেতু নাই তাই বোধ হয় কেনা হবে না। মন খারাপ করো না। আমি তোমায় মিস্ করি। তোমার জন্য মন কাঁদে। ভাল থাকো।
Who is she?
ReplyDelete