বাবু আমি ভাল আছি। তোমার কাছে ২ দিন মেইল করতে পারি নি আমর ভাল লাগেনি। তোমাকে ছাড়া আমার প্রহরগুলো নিদারুন কষ্টের। জানি না দুদিন কেমন ছিলে? কিন্তু আমি সব সময় প্রার্থনা করি তুমি ভাল থাকো। এমাসে ১১,২০০ মত টাকা পেয়েছি কিন্তু সব খরচ বাদ দিলে আগের মত অবস্থা ভেবেছিলাম যেদিন পারমানেন্ট হব সেদিন তোমায় কিছু একটা দিব কিন্তু হলো না। সেন্ডেলটা মোটামুটি ভাল আছে কিন্তু ভাল বলতে তুমি যা বুঝ সে রকম নেই। কিন্তু তুমি নাই তাই কিনতে মন চায় না যখন তুমি ফিরে আসবে দেখবে আমি তখনও তোমার দেয়া অনেক জিনিস ব্যবহার করছি কারন ওগুলো আমায় তোমার হয়ে সান্ত্বনা দেয় ।
দিদি কেমন আছে? শরীর কী ব্যথা করে? বলো আমরা দিদির জন্য প্রার্থনা করছি। জানি ঈশ্বর ওনার সহায় আছেন। চিটাগং ভাল লেগেছে কিন্তু তুমি ছাড়া আমার কাছে স্বর্গ নরক দুটোই এক। একা একা কষ্ট হয়। লোকেরা যখন সান্ত্বনা দেয় রাগ লাগে। ট্রেনে বসে তোমার কথা খুব খুব মনে হয়েছে তুমি থাকলে আমার হাতটা ধরে রাখতে, কোন জিনিস দেখে বার বার বলতে আমি খাব, এসব কিছু তো আমার কাছে কত আদরের কিন্তু তুমি ছাড়া এসব আমার কাছে শুধুই কল্পনা। তাই অনেক মজাই আমার কাছে বিস্বাদ লাগে। আমরা পতেঙ্গা গিয়েছিলাম মজা ছিল কিন্তু সেই একই কথা। তুমি তুমি ছাড়া সব কষ্টের এমন কিছু নেই তোমায় বলতে পারি। দিদি জোড় করে ফতুয়া আর বার্মিজ সেন্ডেল কিনে দিছে। দুই বোন খুব মজা করেছে। আমি বহু কষ্টে ট্রেন পাইছি। সিনেমার মত দৌড়ে উঠেছি কিন্তু তুমি নাই তাহলে সবাই বলতো নায়িকাকে নিয়ে পালাচ্ছে। টাকা ভাঙ্গি না তোমার জন্য কিছু কিনতে পারব না এই ভেবে কষ্ট লাগে। ভাল থাক চার্চে যাব তাই বেশী লিখতে পারলাম না। তারাতারি নেটে বসবা। ফেসবুকে ছবি দিতে পারি নি। কেন যেন সমস্যা হইছে। কল চেষ্টা করব। অনেক অনেক ভালবাসা আর হাপা নিও। ইতি তোমার পঁচা মনা।
বাবু জানি না কেন হঠাৎ লাইন পেলাম না। অনেক চেষ্টা করলাম কিন্তু লাইন আসছে না। জানি তোমার মন খারাপ হইছে কিন্তু আমি অনেক ট্রাই করলাম। বাবু তুমি বেশিক্ষন থাকতে পারবা না শুনলে মন খারাপ লাগে। তার উপর যতক্ষন থাক তার চেয়ে পিসি হ্যাং হয় বেশি। আমি হলে সারাক্ষন নেটে বসে থাকতাম তুমি যদি ১ ঘন্টা পর পরও লিখতে তবে আমি উত্তর দিতাম। মনটা খারাপ করে দিলে কাল রাতে ঘুম হয়নি। দীপের খুব শরীর খারাপ ওরা সবাই বাসায় আসছে। অনেক রাতে ঘুমিয়ে ৬টায় উঠলাম যাতে তোমাকে বেশিক্ষন পাই কিন্তু তুমিও বিজি। খারাপ লাগে কিন্তু কীই বা করতে পারি। ভাল থাক। মন খারাপ করো না। একদিন অনেক সময় পাব এ আশায় আছি। মা কেমন আছে? ওনার তো কোন সারাশব্দ পাই না। দিদি কী পুরা সুস্থ? অফিস করতে পারে? আর তোমার অবস্থা কী? এখন কী করছো। আজ দিনটা পঁচা করে দিলে।
No comments:
Post a Comment