বাবু তোমায় আজ যতটা কষ্ট দিলাম তার চেয়ে অনেক বেশি কষ্ট নেবার ইচ্ছে হয়। জানি না চাইতেই তুমি ক্ষমা কর। তারপরও কষ্ট দেই। বিশ্বাস কর তোমায় কষ্ট দেবার কোন ইচ্ছে আমার নেই। যা হয়ে যায় তা ভুল, মনের কষ্ট, কিন্তু নিজেকে কীভাবে বুঝ দেই যখন দেখি ডল, লাস্ক ওরা রাত ২টায়ও অনলাইনে বসে আর তুমি কীনা কাজে ব্যস্ত। আমি চাই না তুমি রাত জাগ বা কেউ তোমাকে এ জন্য মন্দ বলে তাই অনুরোধ করতে চাই না। তোমার সীমানায় বসে যা করছো তাই আমার জন্য অনেক অনেক বেশী। চাঁপ দিয়ে তোমায় কোন দিনও কোন কাজ করাতে চাইনা। আমি চাই সবাই তোমাকে ভালবাসুক চিরদিন। আমার জন্য তোমায় কখনও কলঙ্ক নিতে না হয়। বাবু তুমি যখন বল আমার কাজ ছিল তখন আমার খারাপ লাগে ভাবি আমি তো কাউকে এখন আর এ কথাটা বলতে পারিনা। শত ব্যস্ততার মাঝেও আমি চাই অন্তত তোমায় ১ লাইন হলেও লিখতে। জানি তোমার পরিবেশটা অন্য রকম। তুমি আর কাঁদবে না, যখন কষ্ট পাও ভেব নিখিলও কষ্ট পায় তোমায় যতটা দেয় তারচেয়ে বেশী কষ্ট আশা করে। এত লম্বা সময় একা একা কীভাবে কাঁটবে তা ভেবে খুব হতাশ হই। জানি তুমি অপেক্ষা করবে যতদিন সম্ভব কিন্তু মন মানতে চায় না। তুমি বল আমি স্বর্থপর হয়তো তাই আমি। তোমার জন্য এটা আমার এক প্রকার রোগ। কী ভাবে বুঝাবো তুমি থাকলে সবাইকে আমার সহ্য হয় আর তুমি না থাকলে সব যেন কেমন অসহ্য লাগে। কিন্তু তোমায় ছারা অন্য ব্যপারে আমার এমন হয়না। বাবু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তাই খুব মজা লাগছে কেউ আমাকে খুঁজে পায় না। আর আমার কলও আসেনা। ভাল হবে তুমি যদি কখনও কল কর তবে আমায় পাবে না। আমার কাজ বারছে এখন অফিসের অনেক কাজ। বাইরে যেতে হয় খুব। তাই তুমি নেটে বসে যদি আমায় না পাও রাগ করোনা। মেসেজ দিবা তাহলে আমি তোমায় পরে উত্তর দিতে পারব। আমি বিজি আইকন দিতে চাই না কারন আমার মনে হয় যদি তুমি কোন মেসেজ দিতে চাও এবং দেখ বিজি দেয়া তবে রাগ করবে তাই। আমি চাই সারাদিন নেটে থাকতে যাতে বাইরে গেলেও তোমায় মিস্ না করি। বাবু বেশি টাকা নাই তাই হয়তো আর কল করতে পারব না। তবে তোমার কথা বলতে মন চাইলে বলো আমি কল করব। দিদিরা নতুন বাসায় উঠছে মগবাজারের কাছে তুমি থাকলে আমরা প্রায়ই যেতে পারতাম।ওরা ৩টি রুম পাইছে তবে আগের চেয়ে ছোট। শোন কখনও ঘুমকে অবহেলা করবা না। যখনই পারবা ঘুমাবা। ঘুমালে তোমার চেহারাটা কেমন মায়াবী লাগে। যখন তুমি ঘুম থেকে উঠ ঐ চেহারাটা আমার সবচেয়ে প্রিয়। রাতে ঘুমনা এলে আমায় লিখ যদি টেবিলে থাকি তবে তোমায় অনেক কথায় ঘুম পারিয়ে দিব। তোমায় অনেক কষ্ট দেই আমি সরি। ঈশ্বর যেন আমায় মাফ না করেন। তোমায় বড্ড ভালবাসি। তুমি ছাড়া খুব একালাগে। যখন তুমি আসবা আর যেতে দিবনা। কোন দিনও। রাগ করো না। ভাল থাকো। তোমায় দেখতে খুব খুব ইচ্ছে হয়। কত কথা বলতে মন চায় তা বোঝাব কী করে। কত ছুঁতে মন চায় তা কেবল অন্তরজামী জানে। আমার সব ভাল টুকু তোমার জন্য রইল। ঘুম ভেঙ্গে যখন উঠবে তখন দেখবে তোমায় কত সুন্দর দেখায়। আমার নীলার মত। এ বুকের ভেতর যে ছবিটা দিয়ে গেছো। ভালবাসি শতবার বলেও সাঁধ মেটে না। কারন তুমিতো চোঁখের আড়ালে। অনেক হা…………….প্পা রইল। চার্চে গিয়ে আজ কী চাইলে, বলবা। আমি ভাল আছি। মাস্ক কিনি নাই। কী মজা…………….। তুমি যেমন করে বলতে সে ভাবে নকল করলাম। হইছে? আমার জান। যেতে মন চায় না। তবে গীর্জায় যেতে হব। মেইল করো । আর ডলের ব্যপারে বিস্তারিত জানাবা। আর আমি ছেলেকে কী বলব তাও ঠিক করবা। বাই বাই…………..তুমি পঁচা এত ঘুমাও কেন। একটু উঠতে পার না?
No comments:
Post a Comment