বাবু রাগ করোনা। তুমি হঠাৎ চলে গেলে তাই মনটা খারাপ ছিল। শোন আমার উপর রাগ করো না। ফোনটা যদি ঠিক মত কাজ করে তবে আমার মনটা আরও ভাল হয়ে যাবে। তুমি কবে একটা ফোন পাবা? বাবু ডলের ব্যাপারে কী করলা? সব কিছু তারাতারি করবা ছেলেটা হয়তো অপেক্ষায় থাকে। দিদি দাদাকে সাথে নিয়ে সিভি করবা কোনটা ভাল হবে বলবা। ছেলেটা বোধ হয় ওর ফ্যামিলিকে ছবি ও সিভি পাঠাবে তাই আমার ভয় হয়। তোমরা যদি বলো তবে আমি ছেলেটার সাথে অন্যভাবে মানে আমার মত করে ডলির ফেভারে কথা বলতে পারি। মানে তার কোন সমস্যা হবে না, তোমরা কেবল ডলির জন্য ভাল ১টা বর চাও ঠিক এরকম ভাবে। বাকীটা তুমি বুঝ। শোন আমার মনে হয় ওর ফ্যামিলি থেকে ঠিক এনসার নাও আসতে পারে তাই একটু বুঝে কাজ করলে ভাল। আর আমার মনে হয় তোমাদের আরও তারাতারি কাজ করতে হবে কে জানে দেরি দেখে যদি ওর মন খারাপ হয় তাই। আমি ভাল আছি। তোমার কোন খবর জানি না। কাল সকালে তারাতারি আসবা। এখন থেকে আমি সফটওয়্যার এ কাজ করব তাই বিজি থাকবো। তুমি কিন্তু মন খারাপ করবা না। তোমার জন্য আমি সব সময় ফাঁকা। ভাল থাকো খাবা কিন্তু। আমিও বেশি খেতে চাই। কিন্তু………. এখন থাক। কাল সকালে দ্রুত না এলে রাগ করবো।
Tuesday, September 8, 2009
বাবু রাগ করোনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment