Sunday, October 25, 2009

আমি জানি না তোমার কী সমস্যা……

আমি জানি না তোমার কী সমস্যা কিন্তু কেন যেন মনে হয় তুমি আমার কাছ থেকে দুরে সরে যাচ্ছ।আসলেই কী? যদি কোন সমস্যা থাকে আমাকে বল।তুমি কেন দোষি হবে খারাপ হতে হয় সবার কাছে আমি হব।হারাবার ভয় হবে না।এ জীবনে কম হারাইনি।তাই এর জ্বালা আমার চেয়ে তুমি ভাল ভাবে নিতে পারবে না।আগে কত মেইল মেইল করে পাগল হতে।তুমিও কত ঘন ঘন লিখতে কিন্তু আজ আর করো না।কে জানে কী।আমি জানি ঈশ্বর আছেন তাই যাই করি তোমার কথা মাথায় রেখে করি। ভুল বুঝো না।প্রতিটি দিন নুতন একটা স্বপ্ন থাকে হয়তো আজ তুমি এমন একটা কথা বলবে যার আবেশে সারাটা দিন আমার স্বপ্নে কেঁটে যাবে কিন্তু কই।তারপরও তুমি খুব ভাল থাক এ প্রার্থনা আমার সব সময়ের।ভাল থাক।

No comments:

Post a Comment