বাবু জানি তুমি আজ আমার উপর খুব রাগ করেছো।কিন্তু আমি কী করতে পারি।বিষয়টা আমার কাছে একটু কম্পিকেটেড্ তাই আমি তোমায় বার বার বলি। বাবু আমার এমন কোন গ্রহন যোগ্যতা নাই যে আমি কিছু বললে কাকী তা সিরিয়াসলি নিবে।তার উপর দিপুদি তো আছেই ও শুধু জিজ্ঞেস করে আমি কাছে থেকে ওর কিছুই করতে পারি না আর তুই এত দুর থেকে কী ভাবে ওর ভার নিবি তা বোঝা গেল না।তার উপর কাকীর কাছে কল করতে গেলে আগে ওকেই কল করতে হয়।তুমি জানো আমি কতটা নার্ভাস হই।তাই তো কোন জটিল বিষয় হলে আমি সবসময় তোমায় সাথে যেতে পীড়াপীড়ি করি।বাবু ভুল বুঝ না। ওকে এডাপট্ করতে আমার কোন নৈতিক সমস্যা নেই কিন্তু বিষয়টা আমার কাছে জটিল কারন এতে এমন একজন জরিত যার সাথে আমার খুব বেশি সখ্যতা নেই।বাবু তার উপর ল'ইয়ার এর ব্যাপারটা আছে কীভাবে সব সামাল দিব জানি না।তুমি ভুল বুঝো না।সব কিছু সহজ ভাবে গুছিয়ে বললে হয়তো আমার কাছে বিষয়টি আরও সহজ হবে।তার উপর বিষয়টি এমন তুমি আমার পাশে নেই।তুমি কেন রাগ কর।বুঝলে কী আমি আর এত সময় নেই।বাবু তুমি মন খারাপ করে ঘুমাতে গেছো কী জানি এতটুকু ঘুমাতে পারছো কীনা।আমার তো সারা বিকালটা মাটি করে দিয়েছো।একটা কাজও ঠিক করতে পারি নাই।বাবু আমি বলি তুমি যদি রাগ কর তবে কেন এমন ব্যবহার কর।আমি চাই তুমি সহজ ভাবে বল।বাবু বল।আমি তো সব কিছু করতে রাজি।প্লিজ একটু বুঝো।আমার মনা প্লিজ রাগ করো না।তোমায়খুব ভালবাসি।কাল কিন্তু রাগ করতে পারবা না।তাইলে কিন্তু মেয়ে……………………।
Tuesday, October 27, 2009
বাবু জানি তুমি আজ আমার উপর খুব রাগ করেছো
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment