Wednesday, May 5, 2010

তুমি কেন এমন করছো?

আমি বুঝতে পারি না তুমি কেন স্বাভাবিক হতে পারছো না।আমি এমন কী বললাম যে তুমি একেবারে উধাও হয়ে গেলে।তোমার চিন্তায় কেন এত পার্থক্য।আমি কী সব সময় তোমায় ঐ কথা গুলো বলি না যা বলি তা সবটুকু মন থেকে।একটু হেয়ালি কী করা যায় না।আজকাল তোমার নতুন উপসর্গ যোগ হয়েছে খোঁচামারা। আমি কী এতই স্বার্থপর?জানি না তোমার সমস্যা না আমার?কিন্তু একটা বিষয় ভাবতে কষ্ট হয় তুমি আমার সেই নীলার মত আচরন করছো না।হয়ত তুমিও আমায় একই কথা বলবে কিন্তু এখন সময় এসব কিছু নিয়ে ভাবার।তুমি তোমার প্রতিজ্ঞা গুলো ভুলতে পার না আর পার না আমায় অস্বীকার করতে।তুমি অনেক রেগে যাও আমি জানি কিন্তু এত ভাবতে হবে অন্য কেউ ও মানুষ এবং তাদের সাথে কথা বলার সময় তাদের কথারও মূল্য দিতে হবে।আমি পরীক্ষা দিতে রাজি কিন্তু তাই বলে তুমি তোমার ইচ্ছা মত আচরন করতে পার না।আজ কাল তুমি যে ভাবে কথা বল তা কোন মতেই গঠনমূলক নয়।এসব অন্য লোকে শুনলে শুধু পঁচাই বলবে না মূল্যও দিতে হবে।তুমি এমন অনেক কথাই বল যা শুধুই ক্ষণিকের ব্যপার বলে আমি গাঁয়ে মাখি না কিন্তু তুমি কোন কথা ছাড়না। মনা তোমার কষ্ট বা ধোঁকা দেবার মত কাজ আমি করব এমন প্রতিজ্ঞা নিয়ে আর ঘুম ভাঙ্গে না কিন্তু তোমার নিয়ে একটা নতুন শুরু হবে এই স্বপ্নই আমি দেখি।যতই দুরে যেতে চাও কষ্টই বারবে। বলিনা  এডযাষ্ট কর কিন্তু নিখিল বলে কী মেনে নিতে পার না? জানি না কবে রাগ ভাংবে তার অপেক্ষায়......................শত চেষ্টা করেও নেটে বসা বাদ দিতে পারি নি, যদি তুমি এসে না পাও? ভল থাকো বাইইইইইই।

No comments:

Post a Comment