Wednesday, February 9, 2011
জানি না কেন এমন করছ?
মনা তোমার কী হইসে? তুমি কেন এত খাঁটাখাটনি করছ? আমার কিন্তু অনেক পঁচা লাগছে। জানি না তুমি কেন হঠাৎ এত কাজ নিলা। মনা আমি কি এসে তোমায় সাহায্য করতে পারতাম না? তুমি তো একটা কিছু বাঁধিয়ে বসবে। আমি জানি তুমি যদি রেস্ট না নাও তবে তোমার কি অবস্থা হয়। মনা আমার কথা রাখ তুমি সকাল বেলার কাজটা কর। বিকাল বেলারটা স্টপ কর। জানি তুমি এখন কাজ করে পরে আমায় টাইম দিতে চাও কিন্তু তুমি যদি তখন আর সুস্থ্য না থাক? মনা প্লিজ একটু চিন্তা কর। তোমায় কোন ভাবেই আমি হারাতে চাইনা। তুমি যদি ভাব এ সব তোমার দায়িত্ব তবে কেন আমি তোমার সাথে চলবার প্রতিজ্ঞা করলাম। আমি কী এ সবের অংশীদার নই? আমায় পরীক্ষা করার জন্য হলেও কিছু বাদ রাখো। দয়া করে একটু থাম। নীলা, তোমায় বাঁধা দেব এমন সাহস নাই, এ সব আমার ভালবাসার চাওয়া। একটু রেস্ট নাও দুজন মিলে না হয় ভাগাভাগি করে নেব। অনেক না পাওয়ার মাঝে তুমি আমার সব চেয়ে বড় পাওয়া, তোমায় কী করে হারাবো? তোমায় অনেক ভালবাসি। জানি তুমি তার চেয়েও বেশি। তাই আমার অনুরোধ যদি পার একটু নিজের কথা ভাব। আমায় অপরাধী কর না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment