Saturday, March 5, 2011
নীলা আমি যে কথা বলব তা আগে শুন!!!!!!!
নীলা আমি যে কথা বলব তা আগে শুন, কাল আমি মার সাথে কথা বলছি মা অনেক কান্না করছে। অনেক দুঃখ করছে। মনা শুন, মা অনেক বড় তুমি হয়ত বুঝনা। সবাই চায় মাকে ভাল রাখতে হয়ত তোমরা যে ভাবে চাও সেভাবে হয় না।কিন্তু মনে রাখ মা এখন যা করে তা নিজের ইচ্ছায় নয়। সবাইকে মা চায় খুশী রাখতে। আজ তুমি যে ভাবে মাকে কথা বলছো তা কিন্তু ঠীক না। তুমি মাকে উচু গলায় কথা বলতে পার না। আজ যদি মার কিছু হয়ে যায় তখন তুমি অনুভব করবে কতটা ভুল করছ। মনা আমার মা নাই আমি জানি মা কী।তুমি কি সেই দিন গুলোর কথা মনে করতে পার যখন তুমি ছোট অনেক ভুল করতে কিন্তু মা তোমায় বার বার ক্ষমা করত, হয়তো কখন কখন বকা দিতো কিন্তু তারপর মাই তোমায় সব চেয়ে ভালবাসেছে। আমি যখন ভাবি মা যদি তোমায় জন্ম না দিতো তোমায় আমি কোথায় পেতাম? মনা মা জানো কোন কথা বলতে পারছেনা। শুধু বলছে ওরা কীভাবে আমায় এভাবে কথা বলতে পারে? মনা বাইবেল বলে আমরা আমাদের গুরুজনদের বিচার করতে পারিনা। মনা আমি জানি মাকে তুমি অনেক ভালবাস আর এই জন্যই তুমি ওভাবে কথা বলছ, কিন্তু মনে রাখো তোমার এমন আচরণ করা ঠিক না যাতে মা অনেক কষ্ট পায়। মনা তোমায় আমি কিভাবে বোঝাব আমার কী কষ্ট লাগে যখন মা কান্না করে। আমার মনে হয় আমার মা যদি থাকত আমি কোন দিনও মাকে কড়া কথা বলতাম না, জানি এটা এত সহজ না। কিন্তু মনা তুমি কেন মার সাথে এমন কথা বল। প্লিজ, তুমি মাকে সরি বল মা যদি ক্ষমা না করে তুমি কি শান্তি পাবে? এই মা তোমায় কত কষ্ট করে বড় করছে। হয়ত না খেয়ে তোমায় খাইয়েছে, তোমার জন্য কত কান্না করে ঈশ্বরের কাছে প্রাথনা করেছে। কিন্তু তুমি হয়ত এর কিছুই জাননা। মনা তুমি সারা জীবন চেষ্টা করেও কী মায়ের মত হতে পারবে? তোমার যখন বাবু হবে তখন তুমিও বুঝবে তোমার পেটের সন্তান তোমায় উঁচু গলায় কথা বললে কেমন লাগে। মনা তুমি কেন তোমার সন্মানের কথা ভাবো? আগে তোমার মার সন্মান তারপর তোমার, দশ আজ্ঞায় তাইত আছে। মনা মা যে কতটা ভেঙ্গে পরেছে তা তুমি অনুমান করতে পারবানা। মনা সারা জীবন মা এত কষ্ট করেছে আজও কী সে কষ্ট পাবে বলে? সব মেয়েরা যদি এভাবে মাকে বল তবে মা কীভাবে বাঁচবে। মনা আমি জানিনা মা তোমার সাথে কথা বলবে কিনা, কিন্তু আমার ইচ্ছা তুমি মায়ের কাছে বল, মা আমি ভুল করছি আমায় ক্ষমা কর। মনা আমি প্রাথনা করি যেন তুমি রাগ কমাতে পার। মনা আমি জানি তোমার মন অনেক খারাপ, আমার মনও খুব খারাপ। জানিনা তুমি এ মেইল কখন পরবা কিন্তু প্লিজ তুমি মাকে আর কষ্ট দিওনা, তুমি চুপ থাকো, অন্যরা বলুক তুমি কিছু বলনা। শুধু বল মা আমি আর কখন তোমার সাথে ওভাবে কথা বলবো না। তোমার স্বামী হয়ে এ আমার অণুরোধ। আমি নিজেকে কোনভাবেই ক্ষমা করতে পারছিনা। জানিনা মা আমায় ক্ষমা করবে কিনা। মনা তুমি কি আমার জন্য এটা করবে?
Subscribe to:
Posts (Atom)