Tuesday, September 22, 2009

বাবু জানি আমাকে না দেখে তুমি থাকতে পার না।

বাবু জানি আমাকে না দেখে তুমি থাকতে পার না। আমি ও তাই। তুমি যখন বল তোমার ভাল লাগছে না বিশ্বাস করো ভেতরটা কেমন একটা মোচর দেয়। সব যেন কেমন ওলোটপালোট হয়ে যায়। তুমি মন খারাপ করে থাকো এটা আমি মানতেই পারি না। ঈদের দিন কল করতাম কিন্তু দারুন অর্থ কষ্টে দিন যাচ্ছে। তোমার কথা ২৪ ঘন্টা ভাবি।তুমি ছাড়া আমার কে আছে পাগল। মন খারাপ করো না। তোমায় না দেখতে দেখতে আর না ছুঁতে ছুঁতে মনটা একেবারে কাঙ্গাল হয়ে আছে।সব কিছু অগোছালো।দিনগুলো বাজে কাটে।ছুটি ভাল লাগে না। বাড়ি গেলাম। ঈদের ছুটি এ সবই আচমকা তাই গুছিয়ে তোমায় লিখতে পারি নি। কিন্তু সব সময় মোবাইলে তোমার ফেসবুক মেসেজ দেখি।ভাল থাক চেষ্টা কর ভাল কিছু করতে। তোমার উপর আমার অগাধ বিশ্বাস জানি তুমি পারবে তাইতো সব জায়গায় আমি তোমায় সাথে নিয়ে যেতাম।তুমি যে আমার কত খানি তা বলে বুঝাতে পারব না। অফিসে খুব কাজ তাই ডেস্কে বসেও তোমায় লিখতে পারি না তার উপর বস্।সবার সাথে আড্ডায় মেতে থাকো ভাল লাগবে। তোমার সাথে তো কত জন আছে।আর আমি মন খারাপ হলে কার কাছে যাব? তোমায় অনলাইনে না দেখলে মন খারাপ হয় তবুও জানি তুমি প্রানান্ত চেষ্টা কর। সব কিছু মানিয়ে নিব যদি জানি তুমি সাথে আছো। খুব ভালবাসি।তবু তোমায় হারাবাব ভয় তাড়া করে। ভাল থাকো প্রতিটি মুহূর্ত হাসিখুশি থাকো এই আমার চাওয়া। তোমায় (তোকে) মিস্ করি। তুমি (তুই) পঁচা।আমার বুকে একটা হাপ্পা দিতে পার? না কেউ দেখে ফেলবে?

Monday, September 14, 2009

খুব খারাপ কাটে রাত।

বাবু তুমি হয়তো আমার সেদিনের মেইলটি পড় নাই। গত কয়েক দিন ধরে আমার ঘুম হয় না। খুব খারাপ কাটে রাত। ভোরে পটের দুপাশে ব্যথা হয় তারপরও আমি ৬টায় উঠি যাতে তুমি আমায় মিস্ না কর। বাবু জানি তোমার লেপটপটা ডিসটার্ব দেয় কিন্তু তারপরও আমি অপেক্ষা করি কিন্তু তুমি বোঝ ডিভোশনের পর আমি বিজি হয়ে যাই। নতুন একাউন্টিং সফটওয়ার এ কাজ করছি তাই সারাদিন কম্পিউটার অন থাকলেও সময় হয় না। তুমি বুঝবে না তোমায় একটু দেখার জন্য, একটু কথা শোনার জন্য এমন কোন পন্থা নাই যা আমি নেটে খুঁজি নাই। জানি না তোমার কম্পিউটারে কী সমস্যা। বাবু মন খারাপ হয় কাজ ভাল লাগে না তারপরও তোমার ছবিগুলো দেখে তোমায় করা ভিডিও টা দেখে জ্বালা মিটাই। জানি তোমার ভালবাসা অনেক কিন্তু মন মানে না। তোমার উপর রাগ হয় কান্না করতে মন চায়। মন খারাপ করো না। বাইরে যাবার আর সার পর মেসেজ দিও তোমার মেসেজ না পেলে খারাপ লাগে। যদি পার স্কাইপ ডাউনলোড করো। তোমায় দেখার সাধ জাগে। তুমি কী বুঝ ভাল থাক। তোমার আশায়……………………………………….

Tuesday, September 8, 2009

বাবু রাগ করোনা।

বাবু রাগ করোনা। তুমি হঠাৎ চলে গেলে তাই মনটা খারাপ ছিল। শোন আমার উপর রাগ করো না। ফোনটা যদি ঠিক মত কাজ করে তবে আমার মনটা আরও ভাল হয়ে যাবে। তুমি কবে একটা ফোন পাবা? বাবু ডলের ব্যাপারে কী করলা? সব কিছু তারাতারি করবা ছেলেটা হয়তো অপেক্ষায় থাকে। দিদি দাদাকে সাথে নিয়ে সিভি করবা কোনটা ভাল হবে বলবা। ছেলেটা বোধ হয় ওর ফ্যামিলিকে ছবি ও সিভি পাঠাবে তাই আমার ভয় হয়। তোমরা যদি বলো তবে আমি ছেলেটার সাথে অন্যভাবে মানে আমার মত করে ডলির ফেভারে কথা বলতে পারি। মানে তার কোন সমস্যা হবে না, তোমরা কেবল ডলির জন্য ভাল ১টা বর চাও ঠিক এরকম ভাবে। বাকীটা তুমি বুঝ। শোন আমার মনে হয় ওর ফ্যামিলি থেকে ঠিক এনসার নাও আসতে পারে তাই একটু বুঝে কাজ করলে ভাল। আর আমার মনে হয় তোমাদের আরও তারাতারি কাজ করতে হবে কে জানে দেরি দেখে যদি ওর মন খারাপ হয় তাই। আমি ভাল আছি। তোমার কোন খবর জানি না। কাল সকালে তারাতারি আসবা। এখন থেকে আমি সফটওয়্যার এ কাজ করব তাই বিজি থাকবো। তুমি কিন্তু মন খারাপ করবা না। তোমার জন্য আমি সব সময় ফাঁকা। ভাল থাকো খাবা কিন্তু। আমিও বেশি খেতে চাই। কিন্তু………. এখন থাক। কাল সকালে দ্রুত না এলে রাগ করবো।

Sunday, September 6, 2009

বাবু তোমায় আজ অনেক বেশি কষ্ট দিলাম।

বাবু তোমায় আজ যতটা কষ্ট দিলাম তার চেয়ে অনেক বেশি কষ্ট নেবার ইচ্ছে হয়। জানি না চাইতেই তুমি ক্ষমা কর। তারপরও কষ্ট দেই। বিশ্বাস কর তোমায় কষ্ট দেবার কোন ইচ্ছে আমার নেই। যা হয়ে যায় তা ভুল, মনের কষ্ট, কিন্তু নিজেকে কীভাবে বুঝ দেই যখন দেখি ডল, লাস্ক ওরা রাত ২টায়ও অনলাইনে বসে আর তুমি কীনা কাজে ব্যস্ত। আমি চাই না তুমি রাত জাগ বা কেউ তোমাকে এ জন্য মন্দ বলে তাই অনুরোধ করতে চাই না। তোমার সীমানায় বসে যা করছো তাই আমার জন্য অনেক অনেক বেশী। চাঁপ দিয়ে তোমায় কোন দিনও কোন কাজ করাতে চাইনা। আমি চাই সবাই তোমাকে ভালবাসুক চিরদিন। আমার জন্য তোমায় কখনও কলঙ্ক নিতে না হয়। বাবু তুমি যখন বল আমার কাজ ছিল তখন আমার খারাপ লাগে ভাবি আমি তো কাউকে এখন আর এ কথাটা বলতে পারিনা। শত ব্যস্ততার মাঝেও আমি চাই অন্তত তোমায় ১ লাইন হলেও লিখতে। জানি তোমার পরিবেশটা অন্য রকম। তুমি আর কাঁদবে না, যখন কষ্ট পাও ভেব নিখিলও কষ্ট পায় তোমায় যতটা দেয় তারচেয়ে বেশী কষ্ট আশা করে। এত লম্বা সময় একা একা কীভাবে কাঁটবে তা ভেবে খুব হতাশ হই। জানি তুমি অপেক্ষা করবে যতদিন সম্ভব কিন্তু মন মানতে চায় না। তুমি বল আমি স্বর্থপর হয়তো তাই আমি। তোমার জন্য এটা আমার এক প্রকার রোগ। কী ভাবে বুঝাবো তুমি থাকলে সবাইকে আমার সহ্য হয় আর তুমি না থাকলে সব যেন কেমন অসহ্য লাগে। কিন্তু তোমায় ছারা অন্য ব্যপারে আমার এমন হয়না। বাবু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তাই খুব মজা লাগছে কেউ আমাকে খুঁজে পায় না। আর আমার কলও আসেনা। ভাল হবে তুমি যদি কখনও কল কর তবে আমায় পাবে না। আমার কাজ বারছে এখন অফিসের অনেক কাজ। বাইরে যেতে হয় খুব। তাই তুমি নেটে বসে যদি আমায় না পাও রাগ করোনা। মেসেজ দিবা তাহলে আমি তোমায় পরে উত্তর দিতে পারব। আমি বিজি আইকন দিতে চাই না কারন আমার মনে হয় যদি তুমি কোন মেসেজ দিতে চাও এবং দেখ বিজি দেয়া তবে রাগ করবে তাই। আমি চাই সারাদিন নেটে থাকতে যাতে বাইরে গেলেও তোমায় মিস্ না করি। বাবু বেশি টাকা নাই তাই হয়তো আর কল করতে পারব না। তবে তোমার কথা বলতে মন চাইলে বলো আমি কল করব। দিদিরা নতুন বাসায় উঠছে মগবাজারের কাছে তুমি থাকলে আমরা প্রায়ই যেতে পারতাম।ওরা ৩টি রুম পাইছে তবে আগের চেয়ে ছোট। শোন কখনও ঘুমকে অবহেলা করবা না। যখনই পারবা ঘুমাবা। ঘুমালে তোমার চেহারাটা কেমন মায়াবী লাগে। যখন তুমি ঘুম থেকে উঠ ঐ চেহারাটা আমার সবচেয়ে প্রিয়। রাতে ঘুমনা এলে আমায় লিখ যদি টেবিলে থাকি তবে তোমায় অনেক কথায় ঘুম পারিয়ে দিব। তোমায় অনেক কষ্ট দেই আমি সরি। ঈশ্বর যেন আমায় মাফ না করেন। তোমায় বড্ড ভালবাসি। তুমি ছাড়া খুব একালাগে। যখন তুমি আসবা আর যেতে দিবনা। কোন দিনও। রাগ করো না। ভাল থাকো। তোমায় দেখতে খুব খুব ইচ্ছে হয়। কত কথা বলতে মন চায় তা বোঝাব কী করে। কত ছুঁতে মন চায় তা কেবল অন্তরজামী জানে। আমার সব ভাল টুকু তোমার জন্য রইল। ঘুম ভেঙ্গে যখন উঠবে তখন দেখবে তোমায় কত সুন্দর দেখায়। আমার নীলার মত। এ বুকের ভেতর যে ছবিটা দিয়ে গেছো। ভালবাসি শতবার বলেও সাঁধ মেটে না। কারন তুমিতো চোঁখের আড়ালে। অনেক হা…………….প্পা রইল। চার্চে গিয়ে আজ কী চাইলে, বলবা। আমি ভাল আছি। মাস্ক কিনি নাই। কী মজা…………….। তুমি যেমন করে বলতে সে ভাবে নকল করলাম। হইছে? আমার জান। যেতে মন চায় না। তবে গীর্জায় যেতে হব। মেইল করো । আর ডলের ব্যপারে বিস্তারিত জানাবা। আর আমি ছেলেকে কী বলব তাও ঠিক করবা। বাই বাই…………..তুমি পঁচা এত ঘুমাও কেন। একটু উঠতে পার না?

জানি অনেক মন খারাপ করেছো।

জানি অনেক মন খারাপ করেছো। কিন্তু আমার কথা কী ভাব একটি বার? পারবে একা একা চরম একা ভাবে বাঁচতে? পারবে সবার থেকে নিজেকে সরিয়ে রাখতে? পারবে মন না চাইলেও অফিসে বসে থাকতে? পারবে সকালে কিছু না খেয়েই অফিসে ছুটে আসতে? পারবে একটু নিরবতার জন্য হেঁটে মগবাজার থেকে বাসায় যেতে? জানি তুমি হয়তো এতে অভ্যস্ত। কিন্তু যার জন্য আমার সময় ক্ষন সব এলোমেলো সে যখন উদাসিন হয়ে দাদা দিদির ভয়ে চুপসে থাকে আমার জন্য যার ভাবনা শুধু মাস্ক কিনছি কিনা তখন ঐ মাস্কের অভাবে মরি না কেন? তুমি ভাব থাক। কোন প্রশ্নের ব্যাখা চাই না। তোমার ভাল ভাবে বাঁচার দরকার বাঁচ। আমার কথা ভাবতে হবে না। সব আছে কেন এত চিন্তা করো। আমি কে? ভাল থাকো। আমি নেই চাই ও না।

Thursday, September 3, 2009

বাবু চিন্তা করোনা।

বাবু চিন্তা করোনা। আমার মনে হয় কোন সমস্যা হবে না। ছেলেটা একটু অন্য রকম। বাকীটা ঈশ্বরের উপর রাখ। ওকে বিস্তারিত জানিয়ে মেইল করেছি তুমি আগে থেকে বললে হয়ত আরও চাপিয়ে বলতাম। কিন্তু চিন্তার কিছু নাই প্রার্থনা কর যেন ঈশ্বর সব কিছু সহজ করেন। সকালের জন্য দুঃখিত আমি আসলে খুব আগ্রহ এবং মনোযোগ নিয়ে বসি তাই শুরুতেই যদি কনফিউজ করে দাও তবে মন তো খারাপ হবেই। ক্ষমা করো জানি তোমার খুব কষ্ট লেগেছে। আমি তুমি যাবার কিছু দিন আগেই বলেছিলাম আমরা আর তুইতুকারি করব না তাই তুই দেখে খব খারাপ লেগে ছিল। শোন মারলিনকে বলবে নেট থেকে ইয়াহু মেসেঞ্জার ডাউনলোড করে ইনষ্টল করতে। তা হলে ওয়েবক্যাম ও হেডফোন ইউজ করতে পারবে। মনে আছে ডেস্কটপে ওর একটা আইকন থাকবে ওটা ক্লিক করলে সাইন ইন করতে বলবে তোমার আইডি আর পাস ওয়ার্ড দিয়ে যে ভাবে মেইলে সাইন ইন কর ঠিক সেভাবে করবে। আর যদি তোমাদের লেপটপে Windows live messenger থাকে (দেখবা Start menu তে Windows live messenger অথবা
Windows live ফোল্ডার
আছে কিনা যদি থাকে তবে ক্লিক করে দেখবা Windows live messenger আছে, আইকনে দুটি মানুষের পেট পর্যন্ত দেয়া আছে ) তবে আমাকে বলবা আমি তোমাকে ওর জন্য নতুন একাউন্ট খুলে দিব। ভাল থাক বিজি তারপর ও মন খারাপ দেখে মেইল করলাম। ভালবাসি খুব বেশি।