বাবু তুমি হয়তো আমার সেদিনের মেইলটি পড় নাই। গত কয়েক দিন ধরে আমার ঘুম হয় না। খুব খারাপ কাটে রাত। ভোরে পটের দুপাশে ব্যথা হয় তারপরও আমি ৬টায় উঠি যাতে তুমি আমায় মিস্ না কর। বাবু জানি তোমার লেপটপটা ডিসটার্ব দেয় কিন্তু তারপরও আমি অপেক্ষা করি কিন্তু তুমি বোঝ ডিভোশনের পর আমি বিজি হয়ে যাই। নতুন একাউন্টিং সফটওয়ার এ কাজ করছি তাই সারাদিন কম্পিউটার অন থাকলেও সময় হয় না। তুমি বুঝবে না তোমায় একটু দেখার জন্য, একটু কথা শোনার জন্য এমন কোন পন্থা নাই যা আমি নেটে খুঁজি নাই। জানি না তোমার কম্পিউটারে কী সমস্যা। বাবু মন খারাপ হয় কাজ ভাল লাগে না তারপরও তোমার ছবিগুলো দেখে তোমায় করা ভিডিও টা দেখে জ্বালা মিটাই। জানি তোমার ভালবাসা অনেক কিন্তু মন মানে না। তোমার উপর রাগ হয় কান্না করতে মন চায়। মন খারাপ করো না। বাইরে যাবার আর সার পর মেসেজ দিও তোমার মেসেজ না পেলে খারাপ লাগে। যদি পার স্কাইপ ডাউনলোড করো। তোমায় দেখার সাধ জাগে। তুমি কী বুঝ ভাল থাক। তোমার আশায়……………………………………….
Monday, September 14, 2009
খুব খারাপ কাটে রাত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment