Tuesday, September 22, 2009

বাবু জানি আমাকে না দেখে তুমি থাকতে পার না।

বাবু জানি আমাকে না দেখে তুমি থাকতে পার না। আমি ও তাই। তুমি যখন বল তোমার ভাল লাগছে না বিশ্বাস করো ভেতরটা কেমন একটা মোচর দেয়। সব যেন কেমন ওলোটপালোট হয়ে যায়। তুমি মন খারাপ করে থাকো এটা আমি মানতেই পারি না। ঈদের দিন কল করতাম কিন্তু দারুন অর্থ কষ্টে দিন যাচ্ছে। তোমার কথা ২৪ ঘন্টা ভাবি।তুমি ছাড়া আমার কে আছে পাগল। মন খারাপ করো না। তোমায় না দেখতে দেখতে আর না ছুঁতে ছুঁতে মনটা একেবারে কাঙ্গাল হয়ে আছে।সব কিছু অগোছালো।দিনগুলো বাজে কাটে।ছুটি ভাল লাগে না। বাড়ি গেলাম। ঈদের ছুটি এ সবই আচমকা তাই গুছিয়ে তোমায় লিখতে পারি নি। কিন্তু সব সময় মোবাইলে তোমার ফেসবুক মেসেজ দেখি।ভাল থাক চেষ্টা কর ভাল কিছু করতে। তোমার উপর আমার অগাধ বিশ্বাস জানি তুমি পারবে তাইতো সব জায়গায় আমি তোমায় সাথে নিয়ে যেতাম।তুমি যে আমার কত খানি তা বলে বুঝাতে পারব না। অফিসে খুব কাজ তাই ডেস্কে বসেও তোমায় লিখতে পারি না তার উপর বস্।সবার সাথে আড্ডায় মেতে থাকো ভাল লাগবে। তোমার সাথে তো কত জন আছে।আর আমি মন খারাপ হলে কার কাছে যাব? তোমায় অনলাইনে না দেখলে মন খারাপ হয় তবুও জানি তুমি প্রানান্ত চেষ্টা কর। সব কিছু মানিয়ে নিব যদি জানি তুমি সাথে আছো। খুব ভালবাসি।তবু তোমায় হারাবাব ভয় তাড়া করে। ভাল থাকো প্রতিটি মুহূর্ত হাসিখুশি থাকো এই আমার চাওয়া। তোমায় (তোকে) মিস্ করি। তুমি (তুই) পঁচা।আমার বুকে একটা হাপ্পা দিতে পার? না কেউ দেখে ফেলবে?

No comments:

Post a Comment