Saturday, June 18, 2011

আজ দু’ বছর পূর্ণ হল !!!!!

আজ দু’ বছর পূর্ণ হল। কী ভাবে যে সময় চলে গেল টেরও পেলাম না। আজ ও নীলা অনেক দূরে। সেই কানাডায়। এবারও ওকে এই দিনে কাছে পেলাম না। মনটা খুব খারাপ হয়ে যায়, যখন ফেলে আসা দিনগুলো মনে পরে। অনেক আশা নিরাশার মাঝে ওকে বিয়ে করলাম। কারো কাছে বলতে পারলাম না। গুটি কয়েক লোক মাত্র জানতে পারলো। নীলাকে সেদিন দেবার মত কোন কিছু ছিলনা। আজও নেই। এতটা দূরে যে ইচ্ছা করলেও ছুঁতে পারবনা। ও কত আশা করে ছিল গতবার যে আজ এই দিনে আমরা দু’জন এক সাথে থাকব কিন্তু তা হল না। আশা করছি সামনের বার দুজন এই দিনটাতে এক সাথে থাকবো। অনেক কথা বলবো, যত সুখের স্মৃতি আছে আমাদের চোখে ভাসবে। আরও কত কী যে হবে।

জানি না ঐ দিনটা কবে যে আসবে। আজ নীলা পার্টিতে যাবে। হয়ত আমায় অপেক্ষা করতে হবে। ওর সাথে কথা না বললে আজ দিনটা আমার কাছে মরে যাবে। জানি ও চাইবে কথা বলার জন্য অনলাইনে আসতে কিন্তু পার্টিতে না গেলে যদি প্রবলেম হয়? কিন্তু আমি অপেক্ষা করব। আমার অপেক্ষা করতে ভালই লাগে। কেমন যেন দম বন্ধ বন্ধ অবস্থা হয়। আর ওকে দেখা মাত্র সব ঠাণ্ডা। তাই অপেক্ষা করব। ও না আসলে কান্না করব। কিন্তু এই দিনটা আমি খুব মিস করবো। ওকে ছাড়া আমি একটা খনও ভাবতে পারব না। নীলা তুমি থাকবে তো? জানি তুমি না এসে পারবে না। তোমার জন্য বসে থাকবো। কাল......হয়ত সারা জীবন। অনেক ভালবাসি।

Friday, April 22, 2011

ইমিগ্রেশন পেপার জমা

আজ ২২ এপ্রিল। খুব ভোর বেলা উঠলাম। আজ একটা খুশীর খবর হল, আজ নীলার দাদা আমাদের ইমিগ্রেশন পেপার জমা দিছে। জানি না কবে হবে।কিন্তু নীলার খুব খুশী হচ্ছে।

Saturday, March 5, 2011

নীলা আমি যে কথা বলব তা আগে শুন!!!!!!!

নীলা আমি যে কথা বলব তা আগে শুন, কাল আমি মার সাথে কথা বলছি মা অনেক কান্না করছে। অনেক দুঃখ করছে। মনা শুন, মা অনেক বড় তুমি হয়ত বুঝনা। সবাই চায় মাকে ভাল রাখতে হয়ত তোমরা যে ভাবে চাও সেভাবে হয় না।কিন্তু মনে রাখ মা এখন যা করে তা নিজের ইচ্ছায় নয়। সবাইকে মা চায় খুশী রাখতে। আজ তুমি যে ভাবে মাকে কথা বলছো তা কিন্তু ঠীক না। তুমি মাকে উচু গলায় কথা বলতে পার না। আজ যদি মার কিছু হয়ে যায় তখন তুমি অনুভব করবে কতটা ভুল করছ। মনা আমার মা নাই আমি জানি মা কী।তুমি কি সেই দিন গুলোর কথা মনে করতে পার যখন তুমি ছোট অনেক ভুল করতে কিন্তু মা তোমায় বার বার ক্ষমা করত, হয়তো কখন কখন বকা দিতো কিন্তু তারপর মাই তোমায় সব চেয়ে ভালবাসেছে। আমি যখন ভাবি মা যদি তোমায় জন্ম না দিতো তোমায় আমি কোথায় পেতাম? মনা মা জানো কোন কথা বলতে পারছেনা। শুধু বলছে ওরা কীভাবে আমায় এভাবে কথা বলতে পারে? মনা বাইবেল বলে আমরা আমাদের গুরুজনদের বিচার করতে পারিনা। মনা আমি জানি মাকে তুমি অনেক ভালবাস আর এই জন্যই তুমি ওভাবে কথা বলছ, কিন্তু মনে রাখো তোমার এমন আচরণ করা ঠিক না যাতে মা অনেক কষ্ট পায়। মনা তোমায় আমি কিভাবে বোঝাব আমার কী কষ্ট লাগে যখন মা কান্না করে। আমার মনে হয় আমার মা যদি থাকত আমি কোন দিনও মাকে কড়া কথা বলতাম না, জানি এটা এত সহজ না। কিন্তু মনা তুমি কেন মার সাথে এমন কথা বল। প্লিজ, তুমি মাকে সরি বল মা যদি ক্ষমা না করে তুমি কি শান্তি পাবে? এই মা তোমায় কত কষ্ট করে বড় করছে। হয়ত না খেয়ে তোমায় খাইয়েছে, তোমার জন্য কত কান্না করে ঈশ্বরের কাছে প্রাথনা করেছে। কিন্তু তুমি হয়ত এর কিছুই জাননা। মনা তুমি সারা জীবন চেষ্টা করেও কী মায়ের মত হতে পারবে? তোমার যখন বাবু হবে তখন তুমিও বুঝবে তোমার পেটের সন্তান তোমায় উঁচু গলায় কথা বললে কেমন লাগে। মনা তুমি কেন তোমার সন্মানের কথা ভাবো? আগে তোমার মার সন্মান তারপর তোমার, দশ আজ্ঞায় তাইত আছে। মনা মা যে কতটা ভেঙ্গে পরেছে তা তুমি অনুমান করতে পারবানা। মনা সারা জীবন মা এত কষ্ট করেছে আজও কী সে কষ্ট পাবে বলে? সব মেয়েরা যদি এভাবে মাকে বল তবে মা কীভাবে বাঁচবে। মনা আমি জানিনা মা তোমার সাথে কথা বলবে কিনা, কিন্তু আমার ইচ্ছা তুমি মায়ের কাছে বল, মা আমি ভুল করছি আমায় ক্ষমা কর। মনা আমি প্রাথনা করি যেন তুমি রাগ কমাতে পার। মনা আমি জানি তোমার মন অনেক খারাপ, আমার মনও খুব খারাপ। জানিনা তুমি এ মেইল কখন পরবা কিন্তু প্লিজ তুমি মাকে আর কষ্ট দিওনা, তুমি চুপ থাকো, অন্যরা বলুক তুমি কিছু বলনা। শুধু বল মা আমি আর কখন তোমার সাথে ওভাবে কথা বলবো না। তোমার স্বামী হয়ে এ আমার অণুরোধ। আমি নিজেকে কোনভাবেই ক্ষমা করতে পারছিনা। জানিনা মা আমায় ক্ষমা করবে কিনা। মনা তুমি কি আমার জন্য এটা করবে?

Tuesday, February 15, 2011

কাছে আসার গল্প।

আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস কিন্তু দিনটা খুব এঞ্জয় করতে পারলাম না কারন? কারন নীলা কাছে নেই সকাল বেলা প্রায় ১ ঘণ্টা ৩০ মিঃ মাত্র কথা তারপর অফিস স্টার্ট সারাদিন বাইরে কত জুটি দেখলাম, কত লজ্জা, কত সংকোচ কিন্তু কত ভালবাসামনে হয় ওরা যা করতে আজ লজ্জা পাচ্ছে তার জন্য হত একদিন আফসোস করবে যেমন আমি আজ করছি কত ভালেনটাইনস ডে যে আমরা নষ্ট করছি তার হিসাব নাই
আজ ৯টা ১৫ মি এ এনটিভিতে কাছে আসার গল্প নামে তিনটা নাটক দেখলাম মোটামুটি ভাল কিন্তু আমারটা ও কোন অংশে কম না বলবো আমারটা?
আমরা দুজন একই অরফানেজ এ বড় হয়েছি আমি আগে আর ও পরে এডমিশন নেই কিন্তু আমরা এক ক্লাস এ পড়তাম ক্লাস ফাইভ এ প্রথম দেখা প্রথম প্রথম কোন কথা নাই শুধু বাস্ততা তারপর কথা শুরু কিন্তু হঠাৎ কোন এক কারনে সব বন্ধ নীলা যদিও কারনটা মনে করতে পারবেনা কিন্তু আমার আজও মনে আছে তাই মনে হয় আজ যা করতে মন চায় তাই ই করা উচিৎ

আমরা দুজন ছিলাম দুইগ্রুপ এর লিডার তাই সব প্রোগ্রামে দেখা হবেই অনেক কিছু বলার থাকত কিন্তু বলা হতনা সব সময় একটা ইগো কাজ করত কিন্তু ভাললাগত যখন অন্যরা আমাদের বিষয়ে কথা বলত কিন্তু দুজন কোন দিন ও দুজন কে বলতে পারলাম না মনের কথা অন্য কারো কারো চিঠি আমরা আদান প্রদান করতাম কিন্তু দুজনের না বলা কথা গুলো মনের মাঝে থেকে গেলো এসএসসি পরীক্ষা শেষ করলাম কিন্তু মনের মাঝে একটা কষ্ট সব সময়ই বাজত আর তা হল যদি একটু হেল্প করতাম তা হলে হয়তো নীলাও আমার সাথে একবারে পাশ করত কিন্তু এখন আর কী করার আছে তাই আমিই প্রথম ওর ঠিকানায় চিঠি দিলাম আমি জানতাম ও অবশ্যই আমার চিঠির উত্তর দিবে আর ঠিক তাই হল ও উত্তর দিল এরপর শুরু কত যে পত্র আদান প্রদান হল তার ঠিক নাই কিন্তু এর ভিতর কেমন যেন সব কিছু উল্টো হয়ে গেল অন্য কেউ আমার জীবন এ ছন্দ পতন ঘটাল তিনটা বছর আমি পাগলের মত জীবন কে খুঁজলাম কিন্তু জীবন আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল তাই এক সময় আমাকে সব কিছু ছেড়ে চলে আসতে হল আমি ফিরে আসলাম নীলার কাছে তারপর টানা ৫ বছর প্রেম/ডেট কত যে ভুল বোঝা বুঝি কিন্তু ভালবাসা তার চেয়েও বেশী নীলা এরপর কানাডা চলে গেল আমার দিন গুলো যেন কেমন থেমে গেল এর মাঝে শুধু স্কাইপিতে কথা আর ভিডিও চ্যাট ঠিক দেড় বছর পর ওরা ফিরে আসল তারপর বিয়ে

Wednesday, February 9, 2011

জানি না কেন এমন করছ?

মনা তোমার কী হইসে? তুমি কেন এত খাঁটাখাটনি করছ? আমার কিন্তু অনেক পঁচা লাগছে। জানি না তুমি কেন হঠাৎ এত কাজ নিলা। মনা আমি কি এসে তোমায় সাহায্য করতে পারতাম না? তুমি তো একটা কিছু বাঁধিয়ে বসবে। আমি জানি তুমি যদি রেস্ট না নাও তবে তোমার কি অবস্থা হয়। মনা আমার কথা রাখ তুমি সকাল বেলার কাজটা কর। বিকাল বেলারটা স্টপ কর। জানি তুমি এখন কাজ করে পরে আমায় টাইম দিতে চাও কিন্তু তুমি যদি তখন আর সুস্থ্য না থাক? মনা প্লিজ একটু চিন্তা কর। তোমায় কোন ভাবেই আমি হারাতে চাইনা। তুমি যদি ভাব এ সব তোমার দায়িত্ব তবে কেন আমি তোমার সাথে চলবার প্রতিজ্ঞা করলাম। আমি কী এ সবের অংশীদার নই? আমায় পরীক্ষা করার জন্য হলেও কিছু বাদ রাখো। দয়া করে একটু থাম। নীলা, তোমায় বাঁধা দেব এমন সাহস নাই, এ সব আমার ভালবাসার চাওয়া। একটু রেস্ট নাও দুজন মিলে না হয় ভাগাভাগি করে নেব। অনেক না পাওয়ার মাঝে তুমি আমার সব চেয়ে বড় পাওয়া, তোমায় কী করে হারাবো? তোমায় অনেক ভালবাসি। জানি তুমি তার চেয়েও বেশি। তাই আমার অনুরোধ যদি পার একটু নিজের কথা ভাব। আমায় অপরাধী কর না।

Tuesday, February 8, 2011

মনা তুমি অনেক কষ্ট করছ। আজও তুমি রাত ২ টার পর আসলে। আজ না হঠাৎ পেপার পড়ার সময় দেখলাম যে এবার ও আমায় ১লা ফাল্গুনভালবাসা দিবসে একা একা থাকতে হবে, জানি তুমি ও একা একা থাকবে। মনটা না অনেক খারাপ হয়ে গেলো। তুমি দূরে গিয়ে আমায় বোঝালে তুমি না থাকলে আমি আর আমি নই। প্রতিটা মুহূর্ত খুব একা লাগে। অনেক রাগ হয় কেন তুমি চলে গেলে? জানি তুমি যেতে চাওনি। তারপর ও মন মানে না। তোমায় ছাড়া বাঁচা দাঁয়। মাঝে মাঝে মনে হয় কেন যে তুমি এত বেশি ভালবাসলে? আমি কি এর যজ্ঞ ? আবার ভাবি ভালই যদি বাসে তবে কী করে চলে গেলো? জানি না আবার কবে দুজন এক সাথে ফেব্রুয়ারী মাস কাটাবো কিন্তু যখন বা যে বছরটা খুব রঙ্গিন হয়ে থাকত সে বছরটাতেই তুমি অনেক অনেক দূরে। ভাল থেক তোমার জন্য আমার সবটুকু ভালবাসা রইল।

Monday, July 5, 2010

তুমি কেমন আছো?

আমি জানি না তুমি কী দিয়ে তৈরি কিন্তু বলতে পারি তুমি যেমন বল আমি বদলে গেছি তুমিও অনেক অনেক বদলে গেছো, কই আমার সেই দুঃখ ভরা চোঁখ লাল করা নীলা? জানি তোমায় অনেক কাঁদাই কিন্তু তা ইচ্ছে করে নয় কিন্তু তুমি যা কর তা কী বুঝে শুনে নয়। আমার কাজের প্রচন্ড চাঁপ তার পরও তাকিয়ে থাকী তুমি এলে কীনা দেখার জন্য ভাবি এই বোধ হয় কল করলে।বাইরে যেতে মন চায় না তুমি এসে অপেক্ষা করবে এই ভেবে কিন্তু তুমি যে আচরন কর তা মানতে মন চায় না। আমি তো জনম পাঁজি কিন্তু তুমি তো ভাল। জানি না তুমি বুঝবে কীনা তবে আমি বুঝি এভাবে নয়। আরও অনেক পথ আছে। একটু আগ বাড়ালে কী হয়।খুব কী দোষ? যদি পরীক্ষা করতে চাও আমি রাজি। কষ্ট হবে জানি মন মানবে না কিন্তু তোমায় শিক্ষতেই হবে।জীবনকে এবং এর পথকে তুমি অস্বীকার করতে পারবে না। অনেক বার ফোন করলাম হয়তো তুমি জানতেও পারনি। রাগ করো না। আজ খুবই মন খারাপ ছিল। গতরাতে এ যাবত কালের সবচেয়ে বাজে স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি কেমন আছো?