Tuesday, February 8, 2011

মনা তুমি অনেক কষ্ট করছ। আজও তুমি রাত ২ টার পর আসলে। আজ না হঠাৎ পেপার পড়ার সময় দেখলাম যে এবার ও আমায় ১লা ফাল্গুনভালবাসা দিবসে একা একা থাকতে হবে, জানি তুমি ও একা একা থাকবে। মনটা না অনেক খারাপ হয়ে গেলো। তুমি দূরে গিয়ে আমায় বোঝালে তুমি না থাকলে আমি আর আমি নই। প্রতিটা মুহূর্ত খুব একা লাগে। অনেক রাগ হয় কেন তুমি চলে গেলে? জানি তুমি যেতে চাওনি। তারপর ও মন মানে না। তোমায় ছাড়া বাঁচা দাঁয়। মাঝে মাঝে মনে হয় কেন যে তুমি এত বেশি ভালবাসলে? আমি কি এর যজ্ঞ ? আবার ভাবি ভালই যদি বাসে তবে কী করে চলে গেলো? জানি না আবার কবে দুজন এক সাথে ফেব্রুয়ারী মাস কাটাবো কিন্তু যখন বা যে বছরটা খুব রঙ্গিন হয়ে থাকত সে বছরটাতেই তুমি অনেক অনেক দূরে। ভাল থেক তোমার জন্য আমার সবটুকু ভালবাসা রইল।

No comments:

Post a Comment