Thursday, July 30, 2009

নীলু আমি সবচেয়ে বেশী পঁচাবাসি তোমাকে।

নীলু আমি সবচেয়ে বেশী পঁচাবাসি তোমাকে। আজ প্রায় ৬ দিন তোমার কোন খবর নাই। তার উপর আমার জ্বর। কেউ নেই খবর নেয়ার মত। তুমি কবে ভাল হবে? কাল রাতে জ্বরের কারনে ঘুমাতে পারিনি। তুমি নাই সব সময় কান্না পায়। কাউকে কিছু বলতে পারিনা। ভাল হইছে খাবার খাই না। জ্বর নিয়ে অফিস করি। তিন দিন মাত্র ২টা প্যারাসিটামল খাইছি। তুমি যেমন আমার খোঁজ নাও না তেমনি শিক্ষা হবে। আার মন খারাপ ফোন দিলেই বলে তুমি আসো নাই। আমার আর ভাল লাগে না। তুমি আমাকে ৫০টা মেইল করলেও আমি উত্তর দিবনা। তুমি ভাল থাকো। আমরা তোমার প্রার্থনা করছি সব ঠিক হয়ে যাবে।

Tuesday, July 28, 2009

তুমি কি আসবা?

বাবু তুমি নেটে নাই। আমার সারা দিন তোমার অপেক্ষায় কাটে। শরীর খুব ব্যথা। বসে থাকতে ভালো লাগছে না। তোমার অবস্থা কি? তুমি কবে সুস্থ হবা। আমার কাছে কেউ না। কাউকে জ্বরের সময় কাছে পাই না। খুব খারাপ লাগছে। মনে হয় মরে গেলে ভাল হয়। কেউ যন্ত্রনা পাবে না। তুমি নাই তাই কেউ আমার জ্বরের ব্যথা বোঝে না। কেউ কাছে না থাকলে আমি কাউকে মারতে পারি না চিৎকার করতে পারি না । তাকিয়ে থাকলে চোখে পানি আসে। তুমি কেমন আছো? কবে আসবা। জানি মারা গেলে তুমি খুশি হবা। আজ রিকির জন্ম দিন তুমি থাকলে ভাল হতো। আমি শরীর এত ব্যথা যে নরতে ভাল লাগে না। কী ভাবে যে বাসায় যাব জানি না।

বাবু তুমি তো আমায় মারবে

বাবু জানি না অমার উপর তোমার রাগ হয়েছে কি না? দয়া করে ভুল বুঝ না । আমি তোমার সাথে চ্যাট করার জন্য খুব বেশি আকাঙ্খা করি কিন্তু ঐ দিন ছেলেরা ফিল্ড থেকে বেতন নিতে আসার কারনে ব্যস্ত ছিলাম। কিন্তু তুমি যদি বলতে তোমার সমস্যার কথা তবে আমি আপ্রাণ চেষ্টা করতাম। তার পর আমি বহু চেষ্টা করেছি কিন্তু আর অনলাইনে তোমায় পাই নাই। বাবু আমার ভুল হয়ে গেছে এমন আর হবে না। তোমার অসুস্হতার কথা আমার অবস্থা যে কেমন করে দিছে তা তুমি কল্পনা করতে পারবে না। ভাত তো খেতে মন চায় না। দিদিরা বকাঝকা করে। কিন্তু কেমন যেন। তার উপর খবর নেয়া যে বিরম্বনা। তিন
বার ফোন করলাম দু'বারই দাদা দিদির হাতে। বাবু আমার আবার জ্বর এল তুমি থাকলে হয়তো অফিসে আসতাম না কিন্তু অফিসে কথা দিয়েছি আর কামাই দেব না তাই ছুটি নেয়া হয় নি। খুব বিরক্ত লাগে চুপচাপ বসে থাকি আর তোমার কথা মনে হলে কান্না পায়। তুমি যখন জ্বর হলে বাসায় আসতে সেই দিনের কথাগুলো মনে হয়। তোমায় খুব বিরক্ত করতাম কিন্তু একন কেউ নেই কার কাছে বলতে ইচ্ছে হয় নাযে জ্বর জ্বর লাগছে। বাবু হাসপাতালে তোমার কেমন লাগে ? কেউ কী কাছে থাকতে পারে? কেন নিজের অবহেলা কর। তোমার কিছু একটা হলে আমি কী ভাবে নিজেকে ক্ষমা করব? জানি তুমি সব অবস্থায় আমার জন্য চিন্তা কর। কিন্তু নিজের জন্য ভাবা কী ছেড়ে দিবে? এম বি এ তে ভর্তি হলাম ১৪ মাসের কোর্স ৭৫,০০০/- লাগবে। চিন্তা করো না। প্রার্থনা করো যেন শেষ করতে পারি। বাসায় এসে মেইল করবা। কিন্তু কথা দাও বেশি বিশ্রাম নিবা। তোমার সাথে দু'দিন দেখা নাই। বুঝবা কি ভবে আদায় করি। ভাল থাকো। তোমার জন্য আমরা সব সময় প্রার্থনা করি। সবাইকে প্রণাম দিও। ভাল থাকো খুব বেশি। জানি ঈশ্বর তোমার সাথে আছেন।

Sunday, July 26, 2009

I am not ok!!

বাবু তুমি কেমন আছো? আমার কিছু ভালো লাগছে না। কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। আমি রাতে ফোন করব। তোমার জন্য মন কেমন করছে। শুধু কান্না পায়। তোমার জন্য সব সময় প্রার্থনা করি। তোমার কী আগে এ রকম ইনফেক্সন হতো? বাবু জানি না কেমন যেন লাগছে। মনটা খারাপ হয়ে গেল। পারলে নেটে বস কিন্তু ইচ্ছে না করলে বসো না। ভাল থাকো।

Thursday, July 23, 2009

কীভাবে জ্বর এলো।

তোমার অবস্থা কেমন? কীভাবে জ্বর হলো। শরীর কী খুব খারাপ? তুমি কী কর? বেশি খারাপ হলে নেটে বসতে হবে না। যেভাবে ভাল লাগে সেভাবে শুয়ে থাক। চিন্তার কিছু নাই সবাই তোমার পাশে। মন খারাপ করো না । প্রার্থনা করবো তুমি প্রার্থনা করো । বাইবেল কী একটুও পড়? আজ সকালে একটু ব্যস্ত থাকতে হবে বিকাল থেকে ফ্রি। ঠিক মত খাবার খাও। কেন অনিয়ম কর? আমি ভাল আছি চিন্তা করো না। দু তিন এর ভেতর ভর্তি হব। শুক্র শনি দু'দিন খুব ব্যস্ত থাকব। শুক্র বার ইয়োথ মিটিং এবং শনিবার সারা দিন অফিসের কাজে সাভার থাকতে হবে। তাই কবে কখন নেটে বসতে চাও তা আগে জানাবা। কিন্তু আগে সুস্থ হও। কেমন? মনটা খারাপ হয়ে গেল। খুব খারাপ লাগলে কাউকে দিয়ে মেইল করাও আমি কল করব। কান্নাকাটি করো না। তোমার জন্য হৃদয় খানের একটি গান লিখে দিলাম। তুমি এর সুর পার এখন এটিই আমার সারা দিনের সুখ।

ভেবে ভেবে বলি

বন্ধ দু'চোখের, নীভু নীভু কলোয়

যে আলোয় ভেসে আসো তুমি

মনে হয় মিশে যাই তোমার আরও কাছে

যদি যাও চলে তুমি, জরিয়ে বলব যেওনা। ভেবে....

১) সেবারের মত করে এবারও ফিরে চাও

পাগল কর আবার আমায়

ঝেরে ফেল অভিমান ছুয়ে দেখ এ প্রান

দেখবে তুমি যে তোমায়, জান কী…………..

ভেবে……………….যেওনা

২) দিন শুধু চলে যায় তবু কিছু থেকে যায়

যে কিছুতে থাক তুমি

চোখ ছুঁয়ে বলে দাও ভালবাসা নিয়ে যাও

এরাতে নিরবধি, নেবে কী……………

ভেবে…………………যেওনা

Wednesday, July 22, 2009

ভাবি না তুমি ফিরবে না।

নীলা তোমার উপর আমার আজ খুব রাগ হয়েছিল। আসলে আমি নিজেই জানি না কেন এমন হয়। সব সময় এত একা একা লাগে যে হতাশ হয়ে পরি। আমি তোমাকে সব সময় আলাদা জানি। এও জানি তুমি আর ৫ জন এক নও। আমার ভয় হয় যদি হারিয়ে ফেলি? তুমি মন খারাপ করো না । সারাক্ষন মন মরা হয়ে থাকি তোমার বোঝার অতীত কষ্ট হয়। জানি না শেষ কোথায়। পারলে সকাল সকাল ডিভোশন শুরুর আগে নেটে বসো। পুলকদের বাসায় সভা তাই লিখতে পারলাম না। ভাল থাকো।

কী আছে বলতে পার?

বাবু জানি আমার জন্য তোমার উপর না বলা একটি চাপ রয়েছে। কিন্তু আমি যে পারি না। তোমায় ছাড়া আমি কলেজে পর্যন্ত যেতে চাই না তবে বোঝ আমার বর্তমান অবস্থা। বাবু প্লিজ আমাকে অন্য ভাবে লিখবে না এমনিতেই সহ্য করতে পারি না তার উপর তোমার দুঃখ দেয়া মেইল। এখানে রাত দিন নেই যখনই ফোন দিবে কানাডার জন্য ৬ টাকা এবং ১৫% ভ্যাট। বাবু তোমায় ছাড়া কোন কাজে সাহস পাই না মনে হয় বুঝি হবে না। জানি তুমি কষ্ট পাও। বাবু পলেনদা সম্পর্কে আমাকে কিছু না জিজ্ঞেস করাই ভাল ওরা আমার সামনে কিছু বলে না আর বললেও আমি বলি এ সম্পর্কে আমি কিছু জানি না ওরা যা ভাল মনে করে তাই করে। শোন আমার দিন গুলো কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে খুব একা একা থাকতে মন চায়। নীলা বলতে পার কিভাবে বাঁচি। আমি সব সময়ই একা তুমি এসে আমার সব একাকিত্ব ঘুঁচালে আবার সেই তুমি তা ফেরত দিলে। শত শত চেষ্টাতে ও স্বাভাবিক হতে পারছি না। তুমি ঢাকায় আছো এটা ভেবেই আমার যত সুখ ছিল কিন্তু আজ। কাল রাতে লাইন কেঁটে যাবার পর ঘুমই হলো না সারাক্ষন মনে হলো কেন আর একটু কথা বলতে পারলাম না? বাবু জানি না সামনের দিনগুলো কেমন হবে কিন্তু এটা সত্যি সেসব দিন গুলোর জন্য আমি প্রস্তুত নই। অনেক কষ্ট করতে হবে বলেই কি জীবনে বেঁচে থাকা? জানি না কাছে থাকার ভেতর কী কোন আনন্দ নেই? চিরদিন একা। আর কত একাকিত্ব উপহার দিবে। জানি কোন দিনও অবসর মিলবে না। শত চেষ্টাও ক্ষনিকের জন্য মিলতে দিবে না। শুধু অপেক্ষার প্রহর গোনা। হয়তো এভাবেই এ জন্ম পার করতে হবে। অপেক্ষার জন্ম। শুধুই অপেক্ষা। তবে জবাব চাইবো জীবনে এত দুর্বিষহ একাকিত্ব কেন? কেন এত আরাল করা। কেন এত অবজ্ঞাত জীবন ।মরীচিকার মত। তারপরও আশা। তোমার জন্য আশা। এক হবার আশা। পরপারে যাবার আশা। ভাল থাক। জানি তুমি নীরুপায় (আসলেই কী)। তাই দোষ না হয় আজ নাই দিলাম। অপেক্ষায় রইলাম………………………… একদিন দোষি করতে চাই। ভয় নেই। সেদিনও পাশে থাকবো। কারন এ জন্যই তো ভাসা এক সাথে………………………….।

Tuesday, July 21, 2009

I am missing you all day long.

বাবু খুব ব্যস্ত ছিলাম। শোন ভাই চায় আমি এক্সিকিউটিভ MBA করি এতে টাকা এবং সময় দুটোই কম লাগবে কিন্তু ২ বছরের চাকরির এক্সপেরিয়েন্স দরকার। ভাই ভর্তি হবার টাকাটা দিবে। প্রতি মাসে আমার বেতন থেকে কলেজ ফিস্ বাবদ ৫০০০ টাকা দিতে হবে। জানি না অন্য খরচ কী ভাবে চালাব। বেতন এখনও বারায় নি। তবে বারাবে । পলেন দা দিপুদির কাছে আমাকে জরিয়ে মিথ্যা কথা বলেছে। আসলেই লোকটা ভাল না। আর নিপু দি ও কেমন যেন। আমার জন্য চিন্তা করো না। রাতে ভাল ঘুম হয় না তোমায় নিয়ে আজানা কি সব ভয় হয়। গা কাঁপে মনে হয় তোমার বুঝি কিছু হলো । অফিসের কাজে মন বসে না। শোন আমি যদি অনলাইনে নাও থাকি তোমার যা জানতে বা বলতে ইচ্ছে করে তা চেটিং বক্সে (আমরা যে ভাবে চেট করি) লিখে সেন্ড করবা তবে আমি পরে তা দেখতে পারব অবশ্য তুমি মেইল করলে ভাল হয়। মাস্টর্স করতে হলে প্রাইভেট এ করতে হবে তুমি বলো কোনটা করলে ভাল হয়। তোমার জন্য মনটা কেমন করে একা একা ভাল লাগে না। তুমি কবে নাগাদ আসতে পার? সেদিন যেন কি বলতে গেলে কিন্তু লাইন কেটে গেল। ভাল থাকো। আমার জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর শক্তি দেন। তোমার জন্য সর্বদা আমি প্রার্থনা করি।

Monday, July 20, 2009

Where are you???

বাবু প্রায় তিন দিন হয় তোমার সাথে কোন কথা হয় না শুধু বাসি মেইল। জানি না তুমি কেমন আছো। তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না। তোমরা কবে ফিরবা। আমি ভাল নাই শরীর খুব ব্যথা। তোমার দিদিরা গোপালগঞ্জ গেছে।বাড়িতে একদিন থাকবে। তুমি এসেই আমার সাথে নেটে বসবে কেমন। তোমরা সবাই কেমন আছো জানাবা। বড়দি এবং দাদা কেমন আছে জানাবা। আমার কথা কী কিছু বলে? ভাল থাক, খুব ভাল। আমি সব সময় এই প্রার্থনা করি। I love you and miss you.

Sunday, July 19, 2009

I can feel you!!

বাবু আমি ভাল আছি। মনে হয় তুমিও ভাল আছো। সেদিন তোমার সাথে বেশিক্ষন কথা বলতে পারি নাই। টাকা শেষ হয়ে গেল তাই। তুমি মন খারাপ করো না। শোন তোমরা কোথায় কোথায় ঘুরলে কী কী মজা ছিল জানাবা আর অবশ্যই তোমাদের ছবি ফেসবুকে আপলোড করবা। তোমরা সবাই কেমন আছো জানাবা। শুক্র ও শনিবার খুব একা লাগে। রবিবারের কয়ার তুমি ছাড়া আলাদা । সব যেন কেমন গা ছাড়া। একা একা খারাপ লাগে কিন্তু যখন ভাবি তুমি ওখানে আরও কষ্টের প্রস্তুতি নিচ‌ছ তখন ভাবি তবে আমি কেন এত কষ্ট পাই কেন ওর কষ্ট আমার মনে বাজে না? বাবু তুমি ভাল থাকো আমার জন্য ভেবো না। জানি তুমি তোমার সব দুঃখ ভুলবে যদি আমি ঠিক মত সব কাজ করি। আমি ভাল নাই চিন্তা হয়। ফিরে এসে মেইল করো। কথা বলতে চাইলে লিখবে আমি সময় মত কল দিব ।

Thursday, July 16, 2009

খারাপ লাগার তুমি কী বোঝ?

খারাপ লাগার তুমি কী বোঝ? সারা দিন আমি নেটে বসে থাকি কখনও যদি তোমায় একটু নেটে পাওয়া যায় এই আশায় কিন্তু তোমার সুযোগ হয় না বললেই চলে । তার পর বাসায় ফিরে অপেক্ষার পালা কখন রাত ১০:৩০ বাজবে তারপর শুরু হয় আমার মরণ চিন্তা তুমি আসবে নাকি আসবে না ।এত অপেক্ষার ফল শূণ্য কারন নানা ঝামেলায় তুমি বসতে পার না ।ঠিক আছে বসতে হবে না আর কখনও অপেক্ষায়ও থাকব না ।যদি মন খারাপ হয় তবে প্রার্থনা করব যেন ঈশ্বর মৃত্যু দেয় তার পরও যেন তোমার কথা মনে না আসতে দেন । তুমি থাকো তোমার লজ্জা সম্মান নিয়ে আমার কথা ভাবতে হবে না বেওয়ারিশ লাশের আবার স্বজন ।নীলু আমার অনেক অনেক কষ্ট হয় তার পরও আমি চেষ্টা করি যাতে নীরব থাকি । তুমি যাতে দুশ্চিন্তা না কর ।কিন্তু বিশ্বাস কর মাঝে মাঝে মনে হয় সব মিছে । ভালো থাক ।মন খারাপ ছিল তাই এভাবে লিখলাম । জানি তুমি সব বুঝতে পার ।ক্ষমা করো কষ্ট দিতে মন চায় না । বড্ড বেশি মনে পড়ে ।

Wednesday, July 15, 2009

আই এম সরি।

নীলা আমি জানি না তোমার কী সমস্যা ।তুমি কী কোন কারনে আমার উপর রাগ করছ। sorry for everything.কিন্তু আমি কী জানি তুমি কোন কারনে রাগ করবে ? প্লিজ আই মিস্ ইউ। আমার উপর রাগ করো না ।তোমার দাদা দিদি তোমার জন্য যেমন আশির্বাদের তেমনি আমার জন্যেও শ্রদ্ধেয় কারন তোমার জন্য তাদের যে প্রাণ তা সত্যই মহৎ।বাবু আর কখনও কল করার কথা বলব না । ভুল বুঝ না ।একা একা খুব খারাপ লাগে।

বাবু তুমি পঁচা

বাবু সকালে তোমার মেইল পেলাম ।আমি জানি তুমি আমায় কতটা ভালবাস ।এর জন্য নিজেকে আমার অপরাধি মনে হয় ।হয়তো এতটা ভালবাসা পাবার যোগ্য আমি নই ।তোমার দিন গুলো ভাল কাঁটছে এটা আমার জন্য স্বস্তিদায়ক ।প্রার্থনা করি ঈশ্বর সর্বদা তোমাদের হাঁসি মুখে রাখুন । পলেনদা আজ রওনা দিবে রাত ৮:৫০ এবং কাল ১৬/০৭/০৯ দুপুর ১:০০ পৌছবে ।প্রার্থনা করো ঈশ্বর যেন তাদের সহায় হন ।আমি নাস্তা করেছি । লাকি + ডলি সারা দিন কী করে? তোমার হাত পায়ের অবস্থা কী? মুখ কী খসখসা হয়ে গেছে? যদিও জানি দিদিরা তা হতে দিবে না তার পরও জানতে মন চায় । এখন কী খুব ঠান্ডা? ঠিক মতো খেয়েও তোমার তো আবার না মাখিয়ে খাইয়ে দিলে হয় না ।আলসেমি করো না ।সব সময় প্রার্থনা করো । আমি ভাল আছি !! তুমিও ভাল থাকো অনেক অনেক ।আমি অফিসে ।পারলে নেটে বসো । I love you.

Tuesday, July 14, 2009

খুব মিস্ করি ।

নীলা তুমি সারা দিন কী কর? আমার কথা কি খুব মনে পরে? নাকি শুধু মনে পরে? আমার সারা দিন তোমার কথা মনে পরে।জানো তুমি না থাকলে মনে হয় কিছু একটা নেই এবং সন্ধ্যা হলেই মনে হয় কখন তোমার সাথে কথা হবে ।সারা দিন আমি নেটে খুঁজি তুমি কখন আসবে ।বার বার কানাডার সময় দেখি কখন সকাল হবে বা কটা বাজে ।তোমারও কী এমন লাগে? আমি প্রতি দিন প্রার্থনা করি যাতে তুমি অন্তত একটা কল কর ।জানো ফোন বাজলে ধরতে ইচ্ছে হয় না কারন জানি তুমি কল করনি ।সন্ধ্যাটা মনে হয় অনন্তের এ বুঝি শেষ হবার নয় ।কাল ওয়াল্ড ইউনিভার্সিটি থেকে ফেরার পর মনে হল ভাইকে বলি চলেন পার্কে যাই কিন্তু বলা হলো না কারন হয়ত দুঃখটা আরও বারবে।তোমার কি এমন হয়? রাতটা আমার এখন প্রায়ই নির্ঘুম কাটে । এপাশ ওপাশ করি।তোমার কথা মনে হলেই চোঁখ ভেজে মনে হয় তোমায় বুঝি আর দেখা হবে না ।তোমারও কি এমন হয়? কলাবাগানের কথা শুনলেই মন হু হু করে তোমার সাথে চেনা জায়গাগুলো চোঁখে ভাসে মন হয় যদি আরও বেশি বেশি করে বেড়িয়ে নিতাম তা হলে হয়তো ভাল হতো। কী তাই না? তুমি খুব শক্ত তোমার দুঃখ কম ।এক্কেবারে জিরো ।নীলু তোমার কী একা লাগে? আমি বড্ড এক ।আর তুমি ছাড়া তো শূণ্য । ভালো থাকো। সকালে তোমার সাথে বেশিক্ষন চ্যাট করতে পারি নাই তাই মন খারাপ। তুমি পঁচা মেয়ে।দীপের মত।

নীলা কেমন আছো ?

আমি ভাল আছি ।বাবু বেশি টাকা পয়সা নাই তাই তোমার সাথে বেশি বেশি নেটে বসতে পারব না ।তুমি কিন্তু রাগ করবা না। তুমি যদি পার তবে আমার অফিস সময়ে নেটে বসো ।আর যদি বেশি মন খারাপ লাগে বা কথা বলতে চাও তবে আগে অর্থাৎ অফিস সময়ের মধ্যে মেইল করবা যাতে আমি রাতে ঐ সময়ের মধ্যে উপস্থিত থাকতে পারি ।জানি যদিও এটা তোমার পক্ষে মানা সম্ভব নয় ।কাল ওয়াল্ড ইউনিভার্সিটিতে আমি আর ভাই গিয়ে ছিলাম ওরা ১,১০,০০০/-  চায় হয়ত আরও ৫ কমাবে । ওরা মাসে মাসে প্রায় ৫,০০০ এর মত নেবে এবং ১৫,০০০ ভর্তির জন্য নেবে ভাই বলেছে ওখানে ভর্তি হতে অনেক প্রার্থনার দরকার যাতে প্রভু আশির্বাদ করেন ।ডলির জন্য কেমন বর পেলে জানাবে ।জানি আমার অনেক অযোগ্যতা তোমার মনের কষ্টের  কারন তাই আমি আর কি কি করতে পারি বা করলে ভাল হয় বলে তুমি মনে কর তা কিন্তু আমায় বলবে ।ভাল থাক অনেক বেশি বেশি । ও সকালে নাস্তা করেছি । রাগ করতে পারবা না। তোমার সারা দিন কেমন যায় জানাবা কোথায় কোথায় ঘুড়লে জানাবে কারন তোমার সব জানতে এবং কথা শুনতে ভাল লাগে । অফিস শুরু এখন রাখি । পরে লিখব সময় পেলে নেটে বসো Chat করব কেমন?

Monday, July 13, 2009

রাগ করা যাবে না

জানি তুমি আমার উপর রাগ করেছ ।কিন্তু আমার তো কিছু কাজও আছে ? তাই না মনা? একটু ব্যস্ত ছিলাম ।আমাদের নতুন অফিস একাউন্ট হবে ‌HSBC ব্যাংকে তাই একটু দৌড়দৌড়ি করতে হয়েছে ।তুমি মন খারাপ করো না আমি কোন সুযোগ হাত ছাড়া করতে চাই না কিন্তু তার পরও……………… ঠিক আছে এখন থেকে বেশি নাস্তা করব । যদি আমার খেতে ভাল না লাগে? শোন আজ রাতে নেটে বসতে চাই তোমাদের সময় সকাল ৯:৩০ ঠিক আছে প্লিজ ।তোমার ফেস বুক দেখলাম ছবি সুন্দর ।নীলা তোমায় খুব ভালবাসি । অনেক দুরে তাই অনুভব করতে পারি তুমি ছাড়া বাঁচা দায় ।

For the first time I phoned Neela at Canada

For the first time I phoned Neela at Canada


 


 

Yesterday I phoned Neela at Canada and for the first time we talked of our own. Though it was not very long lasting but was little good for me. May be it's just the beginning.

My bangle Letter to neela

নীলা আমি জানি না তোমার কী সমস্যা ।তবে এটা বলতে চাই তুমি আমাকে চেন,আমি তোমার উপর কতটা নির্ভর করি তা তুমি জান ।তোমার সাথে দেখা করার জন্য আমি কতটা সময় অপেক্ষা করতে পারি তাও তোমার অজানা নয় । যদিও এক্ষেত্রে আমার রাগ হয় ।কিন্তু আজ আমার শত চেষ্টাও তোমার সাথে দেখা করার জন্য যথেষ্ট নয় ।এ কারনেই আমি ন্যুনতম সময়ও হাত ছাড়া করতে চাই না । তোমার জন্য আমি আমার সবগুলো ঘড়ির সময় তোমাদের সাথে মিলিয়েছি যাতে অন্তত অনুভব করতে পারি তুমি কী করছ ।জানি বিষয়গুলো হাস্যকর কিন্তু কী করব ।বার বার বলি তোমায় বোঝাতে পারব না দিনগলো আমার কতটা (খারাপ) একা একা কাটে । হয়ত একই অবস্থা তোমারও কিন্তু যার শুধু তুমি আছো তার অবস্থাটা কী টের পাও ?কোন মিস কল নেই, কোন কল তো দুরের কথা ।আর দেখে করার চিন্তাটা সেটা বোধ হয় স্বর্গে গিয়ে সম্ভব ।জানি এর কোনগুলোই হয়ত সম্ভব নয় ।কিন্তু মনকে কী দিয়ে বুঝ দিব ? যখন আমার দীপুদির কাছ থেকে তোমার খবর নিতে হয় তখন প্রায় আমার কান্না পায় ।মনে হয় দুর্ভাগার ও তো একটা শেষ আছে ।তুমি নেই শুধু এ জন্যই আমার কোথায়ও যাওয়া হয় না শুধু মন চায় নেটে বসি কিন্তু যখন দেখি তাও নিষ্ফল শুধু একা একা বসে থাকা তখন কান্নাই আমার সব । হয়ত সব বোঝ, সব অনুভব কর কিন্তু আমার বুঝ কোথায় পাই ।জানি না এ দুখের দিনগুলো কবে কাটবে বা আদও শেষ হবে কি না ।হাজারো অনিষ্চয়তা আমায় তাড়া করে মনে হয় যদি এর সিকি ভাগও তুমি দেখতে পেতে!একটা ফোন কলের জন্য আমি যে কতটা অপেক্ষা করি তা বুঝতে হলে তোমায় আমার এখানে আসতে হবে ।তবুও সান্ত‌না তুমি অন্য কারও মত নও । হাজারেও তুমি আলাদা ।আমার বিশ্বাস তোমার মত করে আমায় বুঝতে পারে নি কেউ ।মন খারাপ করো না ।সব সময় মন খারাপ করে থাকি তাই এভাবে বললাম ।জানি তুমি সব সামলে নিবে । ভাল থাকো । কোন নাম্বারে কখন কল করলে ভাল হয় পারলে জানিও ।খুব ভাল থাকো ।

Tuesday, July 7, 2009

I am confused

I am not sure whether Dada and didi likes me or not. But I always honor them; they are not only dada and didi but something more than that. May be they are angry with me or they think I am good for Neela so now what shill I do.

Monday, July 6, 2009

Neela phoned me today after they reached Canada

It was great relief that Neela called me today at afternoon after reaching Canada. They all are ok. And it seems that she is very happy.Thank you God for all this happiness. For the first time I talked to Didi and it was nice.

Sunday, July 5, 2009

Neela I miss you all day long

Neela went to Canada on 3rd July 5, 2009. Though the flight was delayed but it was little bit good for me because I got a chance to pass some time with her on airport. Tomorrow was a very crucial day in my life. Because that day I felt that she is far away from me. I can't really live without her for the first time I could realize that. No way to make myself happy without Neela. At airport she told me that she will be back and the rest is on God. Waiting for your return don't know will you be here or not but I am waiting…………….. and will wait for you at the end of my life…

Thursday, July 2, 2009

One day to go.

Neela is here for today only tomorrow they are leaving. So shall I do? Dada wanted to see me yesterday but didn't get time. Today we may meet. Everything is going right but some prob. About money.