Wednesday, July 22, 2009

কী আছে বলতে পার?

বাবু জানি আমার জন্য তোমার উপর না বলা একটি চাপ রয়েছে। কিন্তু আমি যে পারি না। তোমায় ছাড়া আমি কলেজে পর্যন্ত যেতে চাই না তবে বোঝ আমার বর্তমান অবস্থা। বাবু প্লিজ আমাকে অন্য ভাবে লিখবে না এমনিতেই সহ্য করতে পারি না তার উপর তোমার দুঃখ দেয়া মেইল। এখানে রাত দিন নেই যখনই ফোন দিবে কানাডার জন্য ৬ টাকা এবং ১৫% ভ্যাট। বাবু তোমায় ছাড়া কোন কাজে সাহস পাই না মনে হয় বুঝি হবে না। জানি তুমি কষ্ট পাও। বাবু পলেনদা সম্পর্কে আমাকে কিছু না জিজ্ঞেস করাই ভাল ওরা আমার সামনে কিছু বলে না আর বললেও আমি বলি এ সম্পর্কে আমি কিছু জানি না ওরা যা ভাল মনে করে তাই করে। শোন আমার দিন গুলো কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে খুব একা একা থাকতে মন চায়। নীলা বলতে পার কিভাবে বাঁচি। আমি সব সময়ই একা তুমি এসে আমার সব একাকিত্ব ঘুঁচালে আবার সেই তুমি তা ফেরত দিলে। শত শত চেষ্টাতে ও স্বাভাবিক হতে পারছি না। তুমি ঢাকায় আছো এটা ভেবেই আমার যত সুখ ছিল কিন্তু আজ। কাল রাতে লাইন কেঁটে যাবার পর ঘুমই হলো না সারাক্ষন মনে হলো কেন আর একটু কথা বলতে পারলাম না? বাবু জানি না সামনের দিনগুলো কেমন হবে কিন্তু এটা সত্যি সেসব দিন গুলোর জন্য আমি প্রস্তুত নই। অনেক কষ্ট করতে হবে বলেই কি জীবনে বেঁচে থাকা? জানি না কাছে থাকার ভেতর কী কোন আনন্দ নেই? চিরদিন একা। আর কত একাকিত্ব উপহার দিবে। জানি কোন দিনও অবসর মিলবে না। শত চেষ্টাও ক্ষনিকের জন্য মিলতে দিবে না। শুধু অপেক্ষার প্রহর গোনা। হয়তো এভাবেই এ জন্ম পার করতে হবে। অপেক্ষার জন্ম। শুধুই অপেক্ষা। তবে জবাব চাইবো জীবনে এত দুর্বিষহ একাকিত্ব কেন? কেন এত আরাল করা। কেন এত অবজ্ঞাত জীবন ।মরীচিকার মত। তারপরও আশা। তোমার জন্য আশা। এক হবার আশা। পরপারে যাবার আশা। ভাল থাক। জানি তুমি নীরুপায় (আসলেই কী)। তাই দোষ না হয় আজ নাই দিলাম। অপেক্ষায় রইলাম………………………… একদিন দোষি করতে চাই। ভয় নেই। সেদিনও পাশে থাকবো। কারন এ জন্যই তো ভাসা এক সাথে………………………….।

No comments:

Post a Comment