Tuesday, July 21, 2009

I am missing you all day long.

বাবু খুব ব্যস্ত ছিলাম। শোন ভাই চায় আমি এক্সিকিউটিভ MBA করি এতে টাকা এবং সময় দুটোই কম লাগবে কিন্তু ২ বছরের চাকরির এক্সপেরিয়েন্স দরকার। ভাই ভর্তি হবার টাকাটা দিবে। প্রতি মাসে আমার বেতন থেকে কলেজ ফিস্ বাবদ ৫০০০ টাকা দিতে হবে। জানি না অন্য খরচ কী ভাবে চালাব। বেতন এখনও বারায় নি। তবে বারাবে । পলেন দা দিপুদির কাছে আমাকে জরিয়ে মিথ্যা কথা বলেছে। আসলেই লোকটা ভাল না। আর নিপু দি ও কেমন যেন। আমার জন্য চিন্তা করো না। রাতে ভাল ঘুম হয় না তোমায় নিয়ে আজানা কি সব ভয় হয়। গা কাঁপে মনে হয় তোমার বুঝি কিছু হলো । অফিসের কাজে মন বসে না। শোন আমি যদি অনলাইনে নাও থাকি তোমার যা জানতে বা বলতে ইচ্ছে করে তা চেটিং বক্সে (আমরা যে ভাবে চেট করি) লিখে সেন্ড করবা তবে আমি পরে তা দেখতে পারব অবশ্য তুমি মেইল করলে ভাল হয়। মাস্টর্স করতে হলে প্রাইভেট এ করতে হবে তুমি বলো কোনটা করলে ভাল হয়। তোমার জন্য মনটা কেমন করে একা একা ভাল লাগে না। তুমি কবে নাগাদ আসতে পার? সেদিন যেন কি বলতে গেলে কিন্তু লাইন কেটে গেল। ভাল থাকো। আমার জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর শক্তি দেন। তোমার জন্য সর্বদা আমি প্রার্থনা করি।

No comments:

Post a Comment