বাবু প্রায় তিন দিন হয় তোমার সাথে কোন কথা হয় না শুধু বাসি মেইল। জানি না তুমি কেমন আছো। তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না। তোমরা কবে ফিরবা। আমি ভাল নাই শরীর খুব ব্যথা। তোমার দিদিরা গোপালগঞ্জ গেছে।বাড়িতে একদিন থাকবে। তুমি এসেই আমার সাথে নেটে বসবে কেমন। তোমরা সবাই কেমন আছো জানাবা। বড়দি এবং দাদা কেমন আছে জানাবা। আমার কথা কী কিছু বলে? ভাল থাক, খুব ভাল। আমি সব সময় এই প্রার্থনা করি। I love you and miss you.
No comments:
Post a Comment