Sunday, July 19, 2009

I can feel you!!

বাবু আমি ভাল আছি। মনে হয় তুমিও ভাল আছো। সেদিন তোমার সাথে বেশিক্ষন কথা বলতে পারি নাই। টাকা শেষ হয়ে গেল তাই। তুমি মন খারাপ করো না। শোন তোমরা কোথায় কোথায় ঘুরলে কী কী মজা ছিল জানাবা আর অবশ্যই তোমাদের ছবি ফেসবুকে আপলোড করবা। তোমরা সবাই কেমন আছো জানাবা। শুক্র ও শনিবার খুব একা লাগে। রবিবারের কয়ার তুমি ছাড়া আলাদা । সব যেন কেমন গা ছাড়া। একা একা খারাপ লাগে কিন্তু যখন ভাবি তুমি ওখানে আরও কষ্টের প্রস্তুতি নিচ‌ছ তখন ভাবি তবে আমি কেন এত কষ্ট পাই কেন ওর কষ্ট আমার মনে বাজে না? বাবু তুমি ভাল থাকো আমার জন্য ভেবো না। জানি তুমি তোমার সব দুঃখ ভুলবে যদি আমি ঠিক মত সব কাজ করি। আমি ভাল নাই চিন্তা হয়। ফিরে এসে মেইল করো। কথা বলতে চাইলে লিখবে আমি সময় মত কল দিব ।

No comments:

Post a Comment