খারাপ লাগার তুমি কী বোঝ? সারা দিন আমি নেটে বসে থাকি কখনও যদি তোমায় একটু নেটে পাওয়া যায় এই আশায় কিন্তু তোমার সুযোগ হয় না বললেই চলে । তার পর বাসায় ফিরে অপেক্ষার পালা কখন রাত ১০:৩০ বাজবে তারপর শুরু হয় আমার মরণ চিন্তা তুমি আসবে নাকি আসবে না ।এত অপেক্ষার ফল শূণ্য কারন নানা ঝামেলায় তুমি বসতে পার না ।ঠিক আছে বসতে হবে না আর কখনও অপেক্ষায়ও থাকব না ।যদি মন খারাপ হয় তবে প্রার্থনা করব যেন ঈশ্বর মৃত্যু দেয় তার পরও যেন তোমার কথা মনে না আসতে দেন । তুমি থাকো তোমার লজ্জা সম্মান নিয়ে আমার কথা ভাবতে হবে না বেওয়ারিশ লাশের আবার স্বজন ।নীলু আমার অনেক অনেক কষ্ট হয় তার পরও আমি চেষ্টা করি যাতে নীরব থাকি । তুমি যাতে দুশ্চিন্তা না কর ।কিন্তু বিশ্বাস কর মাঝে মাঝে মনে হয় সব মিছে । ভালো থাক ।মন খারাপ ছিল তাই এভাবে লিখলাম । জানি তুমি সব বুঝতে পার ।ক্ষমা করো কষ্ট দিতে মন চায় না । বড্ড বেশি মনে পড়ে ।
Thursday, July 16, 2009
খারাপ লাগার তুমি কী বোঝ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment