Wednesday, July 15, 2009

আই এম সরি।

নীলা আমি জানি না তোমার কী সমস্যা ।তুমি কী কোন কারনে আমার উপর রাগ করছ। sorry for everything.কিন্তু আমি কী জানি তুমি কোন কারনে রাগ করবে ? প্লিজ আই মিস্ ইউ। আমার উপর রাগ করো না ।তোমার দাদা দিদি তোমার জন্য যেমন আশির্বাদের তেমনি আমার জন্যেও শ্রদ্ধেয় কারন তোমার জন্য তাদের যে প্রাণ তা সত্যই মহৎ।বাবু আর কখনও কল করার কথা বলব না । ভুল বুঝ না ।একা একা খুব খারাপ লাগে।

No comments:

Post a Comment