বাবু সকালে তোমার মেইল পেলাম ।আমি জানি তুমি আমায় কতটা ভালবাস ।এর জন্য নিজেকে আমার অপরাধি মনে হয় ।হয়তো এতটা ভালবাসা পাবার যোগ্য আমি নই ।তোমার দিন গুলো ভাল কাঁটছে এটা আমার জন্য স্বস্তিদায়ক ।প্রার্থনা করি ঈশ্বর সর্বদা তোমাদের হাঁসি মুখে রাখুন । পলেনদা আজ রওনা দিবে রাত ৮:৫০ এবং কাল ১৬/০৭/০৯ দুপুর ১:০০ পৌছবে ।প্রার্থনা করো ঈশ্বর যেন তাদের সহায় হন ।আমি নাস্তা করেছি । লাকি + ডলি সারা দিন কী করে? তোমার হাত পায়ের অবস্থা কী? মুখ কী খসখসা হয়ে গেছে? যদিও জানি দিদিরা তা হতে দিবে না তার পরও জানতে মন চায় । এখন কী খুব ঠান্ডা? ঠিক মতো খেয়েও তোমার তো আবার না মাখিয়ে খাইয়ে দিলে হয় না ।আলসেমি করো না ।সব সময় প্রার্থনা করো । আমি ভাল আছি !! তুমিও ভাল থাকো অনেক অনেক ।আমি অফিসে ।পারলে নেটে বসো । I love you.
No comments:
Post a Comment