Tuesday, July 14, 2009

খুব মিস্ করি ।

নীলা তুমি সারা দিন কী কর? আমার কথা কি খুব মনে পরে? নাকি শুধু মনে পরে? আমার সারা দিন তোমার কথা মনে পরে।জানো তুমি না থাকলে মনে হয় কিছু একটা নেই এবং সন্ধ্যা হলেই মনে হয় কখন তোমার সাথে কথা হবে ।সারা দিন আমি নেটে খুঁজি তুমি কখন আসবে ।বার বার কানাডার সময় দেখি কখন সকাল হবে বা কটা বাজে ।তোমারও কী এমন লাগে? আমি প্রতি দিন প্রার্থনা করি যাতে তুমি অন্তত একটা কল কর ।জানো ফোন বাজলে ধরতে ইচ্ছে হয় না কারন জানি তুমি কল করনি ।সন্ধ্যাটা মনে হয় অনন্তের এ বুঝি শেষ হবার নয় ।কাল ওয়াল্ড ইউনিভার্সিটি থেকে ফেরার পর মনে হল ভাইকে বলি চলেন পার্কে যাই কিন্তু বলা হলো না কারন হয়ত দুঃখটা আরও বারবে।তোমার কি এমন হয়? রাতটা আমার এখন প্রায়ই নির্ঘুম কাটে । এপাশ ওপাশ করি।তোমার কথা মনে হলেই চোঁখ ভেজে মনে হয় তোমায় বুঝি আর দেখা হবে না ।তোমারও কি এমন হয়? কলাবাগানের কথা শুনলেই মন হু হু করে তোমার সাথে চেনা জায়গাগুলো চোঁখে ভাসে মন হয় যদি আরও বেশি বেশি করে বেড়িয়ে নিতাম তা হলে হয়তো ভাল হতো। কী তাই না? তুমি খুব শক্ত তোমার দুঃখ কম ।এক্কেবারে জিরো ।নীলু তোমার কী একা লাগে? আমি বড্ড এক ।আর তুমি ছাড়া তো শূণ্য । ভালো থাকো। সকালে তোমার সাথে বেশিক্ষন চ্যাট করতে পারি নাই তাই মন খারাপ। তুমি পঁচা মেয়ে।দীপের মত।

No comments:

Post a Comment