Tuesday, July 14, 2009

নীলা কেমন আছো ?

আমি ভাল আছি ।বাবু বেশি টাকা পয়সা নাই তাই তোমার সাথে বেশি বেশি নেটে বসতে পারব না ।তুমি কিন্তু রাগ করবা না। তুমি যদি পার তবে আমার অফিস সময়ে নেটে বসো ।আর যদি বেশি মন খারাপ লাগে বা কথা বলতে চাও তবে আগে অর্থাৎ অফিস সময়ের মধ্যে মেইল করবা যাতে আমি রাতে ঐ সময়ের মধ্যে উপস্থিত থাকতে পারি ।জানি যদিও এটা তোমার পক্ষে মানা সম্ভব নয় ।কাল ওয়াল্ড ইউনিভার্সিটিতে আমি আর ভাই গিয়ে ছিলাম ওরা ১,১০,০০০/-  চায় হয়ত আরও ৫ কমাবে । ওরা মাসে মাসে প্রায় ৫,০০০ এর মত নেবে এবং ১৫,০০০ ভর্তির জন্য নেবে ভাই বলেছে ওখানে ভর্তি হতে অনেক প্রার্থনার দরকার যাতে প্রভু আশির্বাদ করেন ।ডলির জন্য কেমন বর পেলে জানাবে ।জানি আমার অনেক অযোগ্যতা তোমার মনের কষ্টের  কারন তাই আমি আর কি কি করতে পারি বা করলে ভাল হয় বলে তুমি মনে কর তা কিন্তু আমায় বলবে ।ভাল থাক অনেক বেশি বেশি । ও সকালে নাস্তা করেছি । রাগ করতে পারবা না। তোমার সারা দিন কেমন যায় জানাবা কোথায় কোথায় ঘুড়লে জানাবে কারন তোমার সব জানতে এবং কথা শুনতে ভাল লাগে । অফিস শুরু এখন রাখি । পরে লিখব সময় পেলে নেটে বসো Chat করব কেমন?

No comments:

Post a Comment