জানি তুমি আমার উপর রাগ করেছ ।কিন্তু আমার তো কিছু কাজও আছে ? তাই না মনা? একটু ব্যস্ত ছিলাম ।আমাদের নতুন অফিস একাউন্ট হবে HSBC ব্যাংকে তাই একটু দৌড়দৌড়ি করতে হয়েছে ।তুমি মন খারাপ করো না আমি কোন সুযোগ হাত ছাড়া করতে চাই না কিন্তু তার পরও……………… ঠিক আছে এখন থেকে বেশি নাস্তা করব । যদি আমার খেতে ভাল না লাগে? শোন আজ রাতে নেটে বসতে চাই তোমাদের সময় সকাল ৯:৩০ ঠিক আছে প্লিজ ।তোমার ফেস বুক দেখলাম ছবি সুন্দর ।নীলা তোমায় খুব ভালবাসি । অনেক দুরে তাই অনুভব করতে পারি তুমি ছাড়া বাঁচা দায় ।
No comments:
Post a Comment