নীলা তোমার উপর আমার আজ খুব রাগ হয়েছিল। আসলে আমি নিজেই জানি না কেন এমন হয়। সব সময় এত একা একা লাগে যে হতাশ হয়ে পরি। আমি তোমাকে সব সময় আলাদা জানি। এও জানি তুমি আর ৫ জন এক নও। আমার ভয় হয় যদি হারিয়ে ফেলি? তুমি মন খারাপ করো না । সারাক্ষন মন মরা হয়ে থাকি তোমার বোঝার অতীত কষ্ট হয়। জানি না শেষ কোথায়। পারলে সকাল সকাল ডিভোশন শুরুর আগে নেটে বসো। পুলকদের বাসায় সভা তাই লিখতে পারলাম না। ভাল থাকো।
No comments:
Post a Comment