Thursday, July 23, 2009

কীভাবে জ্বর এলো।

তোমার অবস্থা কেমন? কীভাবে জ্বর হলো। শরীর কী খুব খারাপ? তুমি কী কর? বেশি খারাপ হলে নেটে বসতে হবে না। যেভাবে ভাল লাগে সেভাবে শুয়ে থাক। চিন্তার কিছু নাই সবাই তোমার পাশে। মন খারাপ করো না । প্রার্থনা করবো তুমি প্রার্থনা করো । বাইবেল কী একটুও পড়? আজ সকালে একটু ব্যস্ত থাকতে হবে বিকাল থেকে ফ্রি। ঠিক মত খাবার খাও। কেন অনিয়ম কর? আমি ভাল আছি চিন্তা করো না। দু তিন এর ভেতর ভর্তি হব। শুক্র শনি দু'দিন খুব ব্যস্ত থাকব। শুক্র বার ইয়োথ মিটিং এবং শনিবার সারা দিন অফিসের কাজে সাভার থাকতে হবে। তাই কবে কখন নেটে বসতে চাও তা আগে জানাবা। কিন্তু আগে সুস্থ হও। কেমন? মনটা খারাপ হয়ে গেল। খুব খারাপ লাগলে কাউকে দিয়ে মেইল করাও আমি কল করব। কান্নাকাটি করো না। তোমার জন্য হৃদয় খানের একটি গান লিখে দিলাম। তুমি এর সুর পার এখন এটিই আমার সারা দিনের সুখ।

ভেবে ভেবে বলি

বন্ধ দু'চোখের, নীভু নীভু কলোয়

যে আলোয় ভেসে আসো তুমি

মনে হয় মিশে যাই তোমার আরও কাছে

যদি যাও চলে তুমি, জরিয়ে বলব যেওনা। ভেবে....

১) সেবারের মত করে এবারও ফিরে চাও

পাগল কর আবার আমায়

ঝেরে ফেল অভিমান ছুয়ে দেখ এ প্রান

দেখবে তুমি যে তোমায়, জান কী…………..

ভেবে……………….যেওনা

২) দিন শুধু চলে যায় তবু কিছু থেকে যায়

যে কিছুতে থাক তুমি

চোখ ছুঁয়ে বলে দাও ভালবাসা নিয়ে যাও

এরাতে নিরবধি, নেবে কী……………

ভেবে…………………যেওনা

No comments:

Post a Comment