বাবু তুমি কেমন আছো? আমার কিছু ভালো লাগছে না। কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। আমি রাতে ফোন করব। তোমার জন্য মন কেমন করছে। শুধু কান্না পায়। তোমার জন্য সব সময় প্রার্থনা করি। তোমার কী আগে এ রকম ইনফেক্সন হতো? বাবু জানি না কেমন যেন লাগছে। মনটা খারাপ হয়ে গেল। পারলে নেটে বস কিন্তু ইচ্ছে না করলে বসো না। ভাল থাকো।
No comments:
Post a Comment