Tuesday, July 28, 2009

বাবু তুমি তো আমায় মারবে

বাবু জানি না অমার উপর তোমার রাগ হয়েছে কি না? দয়া করে ভুল বুঝ না । আমি তোমার সাথে চ্যাট করার জন্য খুব বেশি আকাঙ্খা করি কিন্তু ঐ দিন ছেলেরা ফিল্ড থেকে বেতন নিতে আসার কারনে ব্যস্ত ছিলাম। কিন্তু তুমি যদি বলতে তোমার সমস্যার কথা তবে আমি আপ্রাণ চেষ্টা করতাম। তার পর আমি বহু চেষ্টা করেছি কিন্তু আর অনলাইনে তোমায় পাই নাই। বাবু আমার ভুল হয়ে গেছে এমন আর হবে না। তোমার অসুস্হতার কথা আমার অবস্থা যে কেমন করে দিছে তা তুমি কল্পনা করতে পারবে না। ভাত তো খেতে মন চায় না। দিদিরা বকাঝকা করে। কিন্তু কেমন যেন। তার উপর খবর নেয়া যে বিরম্বনা। তিন
বার ফোন করলাম দু'বারই দাদা দিদির হাতে। বাবু আমার আবার জ্বর এল তুমি থাকলে হয়তো অফিসে আসতাম না কিন্তু অফিসে কথা দিয়েছি আর কামাই দেব না তাই ছুটি নেয়া হয় নি। খুব বিরক্ত লাগে চুপচাপ বসে থাকি আর তোমার কথা মনে হলে কান্না পায়। তুমি যখন জ্বর হলে বাসায় আসতে সেই দিনের কথাগুলো মনে হয়। তোমায় খুব বিরক্ত করতাম কিন্তু একন কেউ নেই কার কাছে বলতে ইচ্ছে হয় নাযে জ্বর জ্বর লাগছে। বাবু হাসপাতালে তোমার কেমন লাগে ? কেউ কী কাছে থাকতে পারে? কেন নিজের অবহেলা কর। তোমার কিছু একটা হলে আমি কী ভাবে নিজেকে ক্ষমা করব? জানি তুমি সব অবস্থায় আমার জন্য চিন্তা কর। কিন্তু নিজের জন্য ভাবা কী ছেড়ে দিবে? এম বি এ তে ভর্তি হলাম ১৪ মাসের কোর্স ৭৫,০০০/- লাগবে। চিন্তা করো না। প্রার্থনা করো যেন শেষ করতে পারি। বাসায় এসে মেইল করবা। কিন্তু কথা দাও বেশি বিশ্রাম নিবা। তোমার সাথে দু'দিন দেখা নাই। বুঝবা কি ভবে আদায় করি। ভাল থাকো। তোমার জন্য আমরা সব সময় প্রার্থনা করি। সবাইকে প্রণাম দিও। ভাল থাকো খুব বেশি। জানি ঈশ্বর তোমার সাথে আছেন।

No comments:

Post a Comment