নীলা আমি জানি না তোমার কী সমস্যা ।তবে এটা বলতে চাই তুমি আমাকে চেন,আমি তোমার উপর কতটা নির্ভর করি তা তুমি জান ।তোমার সাথে দেখা করার জন্য আমি কতটা সময় অপেক্ষা করতে পারি তাও তোমার অজানা নয় । যদিও এক্ষেত্রে আমার রাগ হয় ।কিন্তু আজ আমার শত চেষ্টাও তোমার সাথে দেখা করার জন্য যথেষ্ট নয় ।এ কারনেই আমি ন্যুনতম সময়ও হাত ছাড়া করতে চাই না । তোমার জন্য আমি আমার সবগুলো ঘড়ির সময় তোমাদের সাথে মিলিয়েছি যাতে অন্তত অনুভব করতে পারি তুমি কী করছ ।জানি বিষয়গুলো হাস্যকর কিন্তু কী করব ।বার বার বলি তোমায় বোঝাতে পারব না দিনগলো আমার কতটা (খারাপ) একা একা কাটে । হয়ত একই অবস্থা তোমারও কিন্তু যার শুধু তুমি আছো তার অবস্থাটা কী টের পাও ?কোন মিস কল নেই, কোন কল তো দুরের কথা ।আর দেখে করার চিন্তাটা সেটা বোধ হয় স্বর্গে গিয়ে সম্ভব ।জানি এর কোনগুলোই হয়ত সম্ভব নয় ।কিন্তু মনকে কী দিয়ে বুঝ দিব ? যখন আমার দীপুদির কাছ থেকে তোমার খবর নিতে হয় তখন প্রায় আমার কান্না পায় ।মনে হয় দুর্ভাগার ও তো একটা শেষ আছে ।তুমি নেই শুধু এ জন্যই আমার কোথায়ও যাওয়া হয় না শুধু মন চায় নেটে বসি কিন্তু যখন দেখি তাও নিষ্ফল শুধু একা একা বসে থাকা তখন কান্নাই আমার সব । হয়ত সব বোঝ, সব অনুভব কর কিন্তু আমার বুঝ কোথায় পাই ।জানি না এ দুখের দিনগুলো কবে কাটবে বা আদও শেষ হবে কি না ।হাজারো অনিষ্চয়তা আমায় তাড়া করে মনে হয় যদি এর সিকি ভাগও তুমি দেখতে পেতে!একটা ফোন কলের জন্য আমি যে কতটা অপেক্ষা করি তা বুঝতে হলে তোমায় আমার এখানে আসতে হবে ।তবুও সান্তনা তুমি অন্য কারও মত নও । হাজারেও তুমি আলাদা ।আমার বিশ্বাস তোমার মত করে আমায় বুঝতে পারে নি কেউ ।মন খারাপ করো না ।সব সময় মন খারাপ করে থাকি তাই এভাবে বললাম ।জানি তুমি সব সামলে নিবে । ভাল থাকো । কোন নাম্বারে কখন কল করলে ভাল হয় পারলে জানিও ।খুব ভাল থাকো ।
Monday, July 13, 2009
My bangle Letter to neela
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment