নীলু আমি সবচেয়ে বেশী পঁচাবাসি তোমাকে। আজ প্রায় ৬ দিন তোমার কোন খবর নাই। তার উপর আমার জ্বর। কেউ নেই খবর নেয়ার মত। তুমি কবে ভাল হবে? কাল রাতে জ্বরের কারনে ঘুমাতে পারিনি। তুমি নাই সব সময় কান্না পায়। কাউকে কিছু বলতে পারিনা। ভাল হইছে খাবার খাই না। জ্বর নিয়ে অফিস করি। তিন দিন মাত্র ২টা প্যারাসিটামল খাইছি। তুমি যেমন আমার খোঁজ নাও না তেমনি শিক্ষা হবে। আার মন খারাপ ফোন দিলেই বলে তুমি আসো নাই। আমার আর ভাল লাগে না। তুমি আমাকে ৫০টা মেইল করলেও আমি উত্তর দিবনা। তুমি ভাল থাকো। আমরা তোমার প্রার্থনা করছি সব ঠিক হয়ে যাবে।
No comments:
Post a Comment