Monday, July 5, 2010

তুমি কেমন আছো?

আমি জানি না তুমি কী দিয়ে তৈরি কিন্তু বলতে পারি তুমি যেমন বল আমি বদলে গেছি তুমিও অনেক অনেক বদলে গেছো, কই আমার সেই দুঃখ ভরা চোঁখ লাল করা নীলা? জানি তোমায় অনেক কাঁদাই কিন্তু তা ইচ্ছে করে নয় কিন্তু তুমি যা কর তা কী বুঝে শুনে নয়। আমার কাজের প্রচন্ড চাঁপ তার পরও তাকিয়ে থাকী তুমি এলে কীনা দেখার জন্য ভাবি এই বোধ হয় কল করলে।বাইরে যেতে মন চায় না তুমি এসে অপেক্ষা করবে এই ভেবে কিন্তু তুমি যে আচরন কর তা মানতে মন চায় না। আমি তো জনম পাঁজি কিন্তু তুমি তো ভাল। জানি না তুমি বুঝবে কীনা তবে আমি বুঝি এভাবে নয়। আরও অনেক পথ আছে। একটু আগ বাড়ালে কী হয়।খুব কী দোষ? যদি পরীক্ষা করতে চাও আমি রাজি। কষ্ট হবে জানি মন মানবে না কিন্তু তোমায় শিক্ষতেই হবে।জীবনকে এবং এর পথকে তুমি অস্বীকার করতে পারবে না। অনেক বার ফোন করলাম হয়তো তুমি জানতেও পারনি। রাগ করো না। আজ খুবই মন খারাপ ছিল। গতরাতে এ যাবত কালের সবচেয়ে বাজে স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি কেমন আছো?

No comments:

Post a Comment