Tuesday, October 13, 2009

কয়েকটা দিন এক সাথে……

বাবু সরি আজ নেটওয়ার্ক খারাপ তাই লাইন পাচ্ছি না। মোবাইলে ব্যালেন্স নাই তাই ওটা থেকেও মেইল করতে পারছি না। মনটা দারুন খারাপ হয়ে আছে তার চেয়েও খারাপ লাগছে তুমি অপেক্ষা করে বসে আছো এটা ভেবে। বাবু ক্লাস ভাল চলছিল কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের এখানে তিন রকম MBA আছে। একটা ৬৬ ক্রেডিট (১৮ মাস), ৪৮ ক্রেডিট (১৬ মাস), ৩৬ ক্রেডিট (১২ মাস) এর। যারা বি,কম করে আসবে তারা ৬৬ ক্রেডিট নিবে, যারা মাস্টার্স বা BBA করা তারা ৪৮ ক্রেডিট নিবে। আর যারা অনার্স, মাস্টার্স বা বিবিএ করা এবং ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে তারা ৩৬ ক্রেডিট নিবে। ক্রেডিট মানে প্রতিটি সাবজেক্টের জন্য ৩ ক্রেডিট(ধর ৩ পয়েন্ট)। তুমি যত বেশি ক্রেডিট নিবা তত বেশি সাবজেক্ট পরতে হবে।আবার তুমি যত বেশি ক্রেডিটের MBA করবা তার ভ্যালু তত বেশি। আমি সুবিধা বুঝে ৩৬ ক্রেডিটের MBA তে ভর্তি হয়েছি। তুমি কী দাদাকে একটু জিঙ্গেস করবে যে এটাতে কোন সমস্যা হবে কী না? আমি মোটা মুটি ভাল আছি। কাল মিডটার্মের রুটিন দিছে পরীক্ষা আর মাত্র ১ সপ্তা পর। কিন্ত এখন ক্রেডিট চেঞ্জ করাও ঝামেলা। কলেজের কাগজে আমি ৪৮ ক্রেডিটের ছাত্র কিন্তু কালকে বেতন দিতে গিয়ে বুঝতে পারলাম আমি তো ৩৬ এ ভর্তি হয়েছি। এখন ওরা বলছে ঠিক আছে আপনি ৩৬ ই করেন। কিন্তু আমি তো অন্য সাবজেক্টের জন্য পিপারেশন নিয়ে নিছি। এখন কী হবে বুঝতে পারছি না। তুমি রাগ করো না। প্রার্থনা করো ঈশ্বর যেন দয়া করেন।বাবু সত্যি বলছি রাগ করবা না। আমার মন খারাপ আর খারাপ হয়ে যাবে। আজ অনেক কাজ তাই তুমি আসলেও Chat করতে পারব না। মন খারাপ করো না কাল করব। মনটা খারাপ। তুমি ভাল থাক। তোমায় এই দিনগুলোতে খুব মনে পরে কারন তুমি আমায় কত সান্ত্বনা দিতে। অনেক অনেক ভালবাসা আর হাপ্পা রইল তোমার জন্য।

বাবু আমি জানি তুমি কত সময় অপেক্ষা কর। আমি বুঝি আমার জন্য তোমার অপেক্ষার জ্বালা কত। আমি সরি। তুমি সব সময় আমার জন্য অপেক্ষা করে সবার কাছে দোষি হও। কিন্তু আমি আপ্রান চেষ্টা করি তোমায় ঠিক মত সময় দিতে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। জানি অনেক কষ্ট নিয়ে অনেক আশঙ্কা নিয়ে শুতে যাও। আমি অনুভব করি। আমি সত্যিই অভাগা তোমায় কষ্ট দেই। মন খারাপ করো না। যত কষ্টেই থাকি না কেন তুমি যে আমার সাথে সব সময় এটা আমার বিশ্বাস। ভাল থাক। অনিচ্ছকৃত ভুলের জন্য তুমি ক্ষমা কর জানি। মনটা ভাল নেই খুব মিস্ করি। অফিসেও কাজের চাঁপ তাই যদি নেটওয়ার্ক ভাল থাকে কাল সকালে আগেই আসব। তুমি ছাড়া বাঁচা দায় তাই তোমার ফেরার অপেক্ষায় থাকি। জানি সময় সব কিছুর জন্য অপেক্ষা করছে।

বাবু তুমি কাজে যাও আর সকালে থাকতে পারবা না কিন্তু আমায় কোন মেসেজ দাও না। আমি তো অপেক্ষা করে করে কাঁদি। ভাবি তুমি বোধ হয় রাগ করে আছো। এখন কী আর তুমি কলা বাগান থাক যে বেহায়ার মত নিচে এসে কল দিব বা দরজা টাকাব? আমার মন খারাপ হয়।তোমায় কল করতে পারি না। মন কেমন করে।জানি তুমি ও চাঁপের ভেতর থাক মন চাইলেও সব কিছু করতে পার না। ভুল বুঝ না।তোমার জন্য চিন্তা হয় এখন আরও বেশি।এ জীবনে মানুষ যা চায় তার সবটাই তুমি দিয়েছো তাই তোমায় খুব ফিল করি।মনটা খুব শান্ত নেই নানান ভাবনায় আর টেনশনে দিন কাঁটে।কী করব বুঝে উঠতে পারি না। সান্ত্বনার কথা বলো। আমার জন্য চিন্তা করো না। ঈশ্বর কোন ভাবে চালিয়ে নিবে। প্রার্থনা করো।ভালট থাকো। কাল হয়তো কাজে থাকবে কিন্তু আমার তো অপেক্ষায় থাকতে হবে

আমার ভাল লাগে না।এত কষ্ট করে এসে একা একা বসে থাকি। তুমি এত কী কাজ কর? আমার মন খারাপ হইছে।তুমি কেমন আছো? বাবু তনু তো কোন পড়াশুনা করে নাআবার দীপুদির সাথে ঝগড়া করে।ওতো মনে হয় না পাশ করতে পারবে।থিক মত প্রাইভেট পরে না।বাসায় পড়তে চায় না।আমি এখন কী করব? তার উপর আমার ওতো টাইট সিডিউল বাড়ি গিয়ে যে দেখে আসব তা ও সম্ভব নয়। তুমি যদি সময় পাও তবেএকটু কল করো।ওর সামনে সারা দিন বসে না থাকলে খবর আছে।বাবু তোমরা কী দীপুদির ব্যপারে কিছু ভাবছো? মানে ওর বর্তমান অবস্থা বিয়ে এসব আর কী। আমার মনে হয় তোমাদের এসব ব্যপার গুলো একটু ভাবা দরকার জানি দাদা দিদি আছে কিন্তু তুমি এ ও জানো দীপু দি কেমন। ভুল করায় পাঁকা।তাই বলি নতুন কিছু হবার আগে একটু ভাব।

তুমি সকালে নাই আমার মন খারাপ হয়ে গেছে।সারা দিন কী ভাবে কাটবে কে জানে।তুমি আমায় ভালবাস না আমি জানি! তা না হলে তুমি থাকতা।ফেস বুকে তোমার নতুন বন্ধু হইছে দেখছি তাই আমায় ভুলতে বসেছো। তুমি পঁচা।একা থাকতে তোমার ভাল লাগে।আমি যে দিন মরে যাব সেদিন টের পাবে দিন কী ভাবে কাঁটে।কান্না করতে করতে তুমি শহীদ হয়ে যাবা।তোমায় অনেক ব্যস্ত থাকতে হয় না মনা?থাক দিদিরা বা সবাই যা চায় তাই কর।কারও মনে কষ্ট দিও না।ওরা তোমার পরিবার তাই ওদের কথা আগে ভাব।আমি সব সময়ই পাশের লোক তাই আমি ওসব মনে নিব না।তুমি যা করে শান্তি পাও তাই করো। আমার সাস্থ্যটা ভাল নেই ওজন আরও হ্রাস পেয়েছে জানি না কেন।সবাই তোমার দোষ দেয় আমার মজা লাগে।আমার দোষ নাই।দিনগুলো কাঁটতে চায় না। কবে আসবা এভাবনায় মন উদাস হয়।কাল আনিটা আর জুয়েল এজি চার্চে এসে ছিল ।আমি জুয়েলকে বললাম তোমার আংটিটা দেখে আমার লোভ হয়।ওরা খুব হাঁসাহাসি করল।ওরাভাল আছে জুয়েল একদম সময় দিতে পারে না বলে মন খারাপ করল। আমারও মন খারাপ হলো তোমায় কত দিন কাছে পাই না।বাসে যাবার সমন ছেলে মেয়েদের হাত ধরে যেতে দেখে তোমার কথা খুব মনে পরে। ভাল থাকো।গুড নাইট।খুব খুব মিস্ করি।প্রচন্ড ভালবাসি।আজো মনে হয় তুমি বেঁচে থাকার আশা। ভাল থাকো।

তুমি অনেক কষ্ট নিয়ে শুতে গেলে ভাবলে না আমার সারাদিনটাই মাটি হবে।তুমি জানো তুমি রাগ করলে যতক্ষন না তুমি হাঁসো ততক্ষন আমি বকর বকর করতাম।যার অনেক আছে তার হারাবার ভয় কম আর যে চিরদিন ফকির তার গায়ের জামা ছাড়া আর কী আছে।তার তো ভয় ওটাও না হারিয়ে যায়।তোমার জন্য অপেক্ষায় দিনগুলো যে কত কষ্টের তা কী ভাবে বুঝাই। তুমি না জিঞ্জেস কর সকালে খাও কীনা।ওটা আর কত কষ্টের তার চেয়ে ঢের কষ্টে কাটে প্রতিটি সকাল যখন খেয়াল হয় তুমি দুরে। কী ভাবে নিজেকে বুঝ দিব বল যখন তুমি একটা মিস্ কল পর্যন্ত দিতে পার না।জানি শত বার জানি তুমি বাঁধা এক অদৃশ্য বাঁধনে।চাইলেও পার না।সত্যি বলি এমন জীবন আমার ঘেন্ন হয়।তুমি দেখেছো পরিবারের অন্যরা না চাইলেও আমি সব সময় তোমায় জোড় করেছি যাতে আমার বাসায় আস,থাকো,খাও সবাই অন্যভাবে বিষয় গুলো দেখেছে কিন্তু আমার এ সবে কী আসে যায়।জানি তুমি নিখিল নও।তোমার ভাবনার সাথে আমার ভাবনার বিস্তর প্রভেদ হবে মানুষ হিসেবে এটা অত্যন্ত স্বাভাবিক এ ও বুঝি সবাইকে সমান সুযোগও দেয়া যায় না।হয়তো অন্যরা এর সুযোগ নিবে। আমি সত্যি দুঃখিত তোমায় এভাবে বলার জন্য কিন্তু এটা তো সত্যি তোমার পাশে থাকবো বলে সব দুঃখকেই আপন করে নিয়েছি।তাই নিরবে কাঁদি শত কষ্টের মাঝেও তোমায় ফিরে পাবার অপেক্ষা করি।শত ব্যস্ততার মাঝেও সময় নিয়ে নেটে বসি।জানি তুমি বড্ড চাঁপা আমার মত করে কথা গুলো তুমি বলতে পার না।তোমার নিরবতা আমি অনুভব করি।তাই শত বার প্রার্থনা করি ঈশ্বর যেন তোমায় সব কষ্ট সইবার শক্তি দেন।মন খারাপ করো না।জানি ভালবাসা তোমার কাছে কতখানি তাই বলি নিজের বিবেকের কাছে কোন দিন দোষি হয়ে থেক না। খুব ভালবাসি।প্রচন্ড মিস্ করি।তোমার পথ চেয়ে।

No comments:

Post a Comment