বাবু চিন্তা করোনা। আমার মনে হয় কোন সমস্যা হবে না। ছেলেটা একটু অন্য রকম। বাকীটা ঈশ্বরের উপর রাখ। ওকে বিস্তারিত জানিয়ে মেইল করেছি তুমি আগে থেকে বললে হয়ত আরও চাপিয়ে বলতাম। কিন্তু চিন্তার কিছু নাই প্রার্থনা কর যেন ঈশ্বর সব কিছু সহজ করেন। সকালের জন্য দুঃখিত আমি আসলে খুব আগ্রহ এবং মনোযোগ নিয়ে বসি তাই শুরুতেই যদি কনফিউজ করে দাও তবে মন তো খারাপ হবেই। ক্ষমা করো জানি তোমার খুব কষ্ট লেগেছে। আমি তুমি যাবার কিছু দিন আগেই বলেছিলাম আমরা আর তুইতুকারি করব না তাই তুই দেখে খব খারাপ লেগে ছিল। শোন মারলিনকে বলবে নেট থেকে ইয়াহু মেসেঞ্জার ডাউনলোড করে ইনষ্টল করতে। তা হলে ওয়েবক্যাম ও হেডফোন ইউজ করতে পারবে। মনে আছে ডেস্কটপে ওর একটা আইকন থাকবে ওটা ক্লিক করলে সাইন ইন করতে বলবে তোমার আইডি আর পাস ওয়ার্ড দিয়ে যে ভাবে মেইলে সাইন ইন কর ঠিক সেভাবে করবে। আর যদি তোমাদের লেপটপে Windows live messenger থাকে (দেখবা Start menu তে Windows live messenger অথবা
Windows live ফোল্ডার
আছে কিনা যদি থাকে তবে ক্লিক করে দেখবা Windows live messenger আছে, আইকনে দুটি মানুষের পেট পর্যন্ত দেয়া আছে ) তবে আমাকে বলবা আমি তোমাকে ওর জন্য নতুন একাউন্ট খুলে দিব। ভাল থাক বিজি তারপর ও মন খারাপ দেখে মেইল করলাম। ভালবাসি খুব বেশি।
Thursday, September 3, 2009
বাবু চিন্তা করোনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment