বাবু কেমন হলো ঘুম? খুব জানতে মন চায়। কাল থেকে তোমার আবার দিদির সাথে বের হতে হবে তাই না? মনে হয় যখন তুমি ঘুমাও তখন যদি তোমার পাশে বসতে পারতাম। খুব রাত করে ঘুমাতে যাও কেন? তারাতারি ঘুমাতে যাবে আমার কেন যেন মন খারাপ লাগে তুমি যদি দেরি কর। আজ অনেকক্ষন অফিসে ছিলাম মিটিং হইছে তাই অনেক কাজ করতে হয়েছে। তুমি কেমন আছো? কতবার জিঙ্গেস করি তুমি উত্তর দাও না। মা কেমন আছে? মার সময় কীভাবে কাঁটে? আমি মোটামুটি ভাল আছি। তোমার কথা খুব খুব মনে পড়ে জানি না তোমার অপেক্ষায় আমার কত কাল কাঁটাতে হবে? তোমার জন্য সব সময় ভাবি মনটা কেমন খাঁ খাঁ করে। তুমি যদি কাছে থাকতে তবে আমার ভয় লাগত না। আজকাল কত চিন্তা হয় আর মনে হয় তুমি থাকলে সব চিন্তা কোথায় পালাতো। কিন্তু এই ভেবে ভাললাগে তুমি ভাল আছো আর আমার কথা মনে রাখছো। জানি তোমার ভালবাসায় কোন কৃপনতা নেই ছিলও না। কিন্তু ব্যর্থ আমি তুমি যেমন চাও তেমন কর ভালবাসতে পারলাম না। ভাল থাক। কাল হয়ত ব্যস্ত থাকব তাই তুমি তারাতারি নেটে বসবে আমি যদি দেরি করি তুমি মেসেজ লিখে রাখবে। তুমি কিন্তু ইংরেজিতে লেখার চেষ্টা করনা। আজ বাসায় ফিরতে দেরি হবে তাই চুল কাঁটাতে পারব না কিন্তু কাল চেষ্টা করব। ফেসবুকে সবগুলো ছবি আপলোড করেছি। তুমি গিটার বাজাচ্ছো ওটা আমার এই এলবামের সবচেয়ে প্রিয় ছবি। পাথরে,ব্লকে আর বালিতে তোমার নাম লিখেছি দেখ। আর ভাল থাক। আমার জান। অনেক অনেক মিস্ করি।
Monday, August 31, 2009
একা বসে আছি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment