Monday, August 24, 2009

আমি কী বাতাস?

নীলু আমি কিন্তু একটি মানুষ এবং তুমি ভাল করেই জানো আমি কেমন। আজ কয়টা দিন হয়ে গেল তুমি হিসেব কর? সব দায়িত্ব কী আমি একা বয়ে বেড়াবো না তুমি কিছু অনুভব করো? আমার অনেক কষ্ট লাগে মনে হয় ও কেন এত জ্বালা দেয়? আজ কয়েকটা দিন যে কী অসহ্য যন্ত্রনায় কাঁটছে তা কী তুমি অনুভব করো? নিজ সত্বাকে কী বিসর্জন দিলে? মানুষ এতটা পাষান হয়? আমার কাছে ১০০টাকা ছিল সেদিন তোমায় ৫০ টাকার ফোন করেছি বাকী থাকে কত? তুমি জানো যতক্ষন আমার কাছে টাকা থাকে আমি তোমায় কখনও খরচ থেকে বাঁধা দেই না কিন্তু টানটানি শুরু হলে আমি বারন করি।আর কত নিশ্চুপ হয়ে থাকবে। তুমি অনেক বদলে গেছো। আগে নিজের মোবাইলে টাকা না থাকলে অন্য মেয়েদের নাম্বার থেকে মিস্ কল দিতে আর এখন তো। থাক মানুষ স্মৃতি মনে করতে না চাইলে শুধু শুধু জবরদোস্তি করে কী লাভ। কিন্তু তোমার নির্বাকতা আমায় কাঁদায়। আমার সব কেমন যেন অগোছাল হয়ে গেছে। ভাল থাকো।

No comments:

Post a Comment