আমার শত বেদনার মধ্যেও তুমিই আমার সান্ত্বনা একথাটি হয়তো বুঝতে পার। তোমায় শত বার বলেছি সব কিছুর পরও যদি তুমি বল থাক নিখিল চিন্তা করো না, তাহলে আমার সব ব্যথা চলে যায়। আর সেই তুমি কিনা আমায় আজ একটি কথাও লিখলে না। একটি বারও অনলাইনে এলে না। আমার ছুটি নিয়ে ঘরে ফেরার কথা ছিল কিন্তু তোমার কথা ভেবে সারাটি দিন পেটে ব্যথা নিয়ে অফিসে কাঁটিয়েছি। কত সান্ত্বনা খুঁজেছি কিন্তু তুমি ছাড়া আমার সান্ত্বনা কই? তারপরও রাগ করতে পারি না ভাবি ও করবে না তো কে করবে। তবে ঠিক কাছে থাকলে মজা বুঝতে……………… তাই বুঝি দুরে গিয়ে কষ্ট দাও। এক সপ্তাহ কাজে যাব না আর টাকাও নাই যে নেটে বসব এবার মজা বুঝবে অপেক্ষা কী ভাবে কাঁদায় বুঝবে। আমার সাথে এমন ব্যবহার করে কী সুখ পাও? খুব মন খারাপ করে ঘরে ফিরলাম। তুমি থাকলে লেকে যেতাম………………..। এখন কই যাব? তুমি ভাল থাকো আমার কথা দয়া করে ভেব না। আমি ভাল থাকবো। তোমার সব টুকু অবহেলা অনাদর নিয়ে যেমন জন্মের পর থেকেই। কেন বাঁচতে বল?
No comments:
Post a Comment