জানি না তুমি কবে আবার আমার মেইল দেখতে পারবা তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যখন বললে তোমাদের মেশিনটি ভেঙ্গে গেছে তখন থেকেই মনটা কেমন করছে। নীলু আমি কিন্তু সত্যি বলছি আমার ভেতরটা নানা খবরে কেমন যেন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আজ আমার প্রচন্ড রাগ হয়েছে। ভাবছি বাসায় যাব ১২টার পর। আমার সব কিছু ভেঙ্গে ফেলতে ইচ্ছে করছে। এত টেনশন আর সমস্যা নিয়ে মানুষ কি ভাবে যে বেঁচে থাকে আমি বুঝি না। তার চেয়ে পাগল ছাগল হওয়া বা মরে যাওয়া ভাল। আমি জানি না তোমায় নিয়ে এ জীবনে আমার নতুন করে বাঁচার স্বপ্ন সত্যি হবে কীনা। মন অনেক খারাপ করে বের হচ্ছি। তুমি আমায় মারবে এবং অনেক অনেক দুঃখ দিয়ে…………………………..। আমি জানি তুমি ভালবাস কিন্তু এবড় কঠিন সময়। সব কিছুই যেন কেমন একপেশে। জানি না তুমি আমার মেইল বোঝ কীনা। ভাল থাক। সেদিন হঠাৎ মনে হল তোমায় অন্তত প্রতি দিন ১টা মেইল আমার করা উচিত। জানো এ পর্যন্ত আমি তোমায় ১০৪টা মেইল করলাম। আর তুমি মাত্র ৫৪টা। আবার বলি ভাল থাক। তুমি ভাল আছো এই আমার জন্য ঢের বেশি।
Thursday, August 20, 2009
আমি আর কত অপেক্ষা করব? জানি তুমি উত্তর দিতে পারবে না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment