বাবু গতকাল ঝুম বৃষ্টি হয়েছে তাই নেটওয়ার্ক ডাউন। সকাল থেকে চেষ্টা করছি লাইন পাচ্ছি না। তোমার কী খবর? তুমি কী ভাল আছো? আমার মন খারাপ। আজ কেমন যেন লাগছে। আমি ২৭ কী ২৮ তাং চিটাগঙ যাব। কল্যানী দি বড় মেয়েটা হোম থেকে আসবে। ওকে দিয়ে আসতে হবে। তুমি থাকলে খুব মজা হত। একা কা যেতে মন চায় না। ভেবেছিলাম না বলি পরে আবার ভাবলাম না তুমি যদি আবার রগ কর তাই নিষেধ করতে পারলাম না। আমার মন ভাল থাকে না। কী কী করতে পারি তুমি বলবে ভাল লাগবে। অফিসে প্রচন্ড চাপ। অনেক নতুন কাজ তাই কোন অবসর নেই কালও হব কাজ শেষ করতে সময় লাগছে। তোমার দিনগুলো কী ভাবে কাটে জানাও না কেন? আমার কিন্তু খুব জানতে ইচ্ছে হয়। তুমি কিন্তু সব সময় শান্ত থাকবা কখনও রাগ বা মাথা গরম করবা না। মন খারাপ হলে প্রার্থনা করবা। কথা বলতে মন চাইলে আগে থেকে লিখবা। আমি কল করব। ভুলভাল যা পার ইংরেজি বলার চেষ্টা করবা লজ্জা করবা না। সব কিছু মনযোগ দিয়ে খেয়াল করবা। মানুষ ভুল পছন্দ করে না। জানি তুমি অনেক সতর্ক তার পরও ভয় হয়। নিজের প্রতি অবহেলা করো না তাহলে আমি কিন্তু মরে যাব। ভাল থাক। মার প্রতি যত্ন নিও। তুমি ভাল থাকলেই আমি সুখী।
চ্যাট করতে + অনলাইনে পাওনি বলে মন খারাপ করোনা। তোমার কাছ থেকে বহু দূরে থাকলেও মনটা আমার তোমার মাঝেই। মিশনের (ছেলেদের) অনেক ছবি আনছি পলাশের কাছ থেকে। ফেসবুকে দিলে তোমায় জানাবো। আমার মনটাও খারাপ হয়ে গেল। অনেক চেষ্টা করলাম কিন্তু লাইন ঠিক হয় না। জানি না আজ মেইল করতে পারব কী না। তবে কল করতে পারি। আগে আগে ঘুমিয়ে পরো না যেন। কাল পেটে সামান্য ব্যথা হয়েছিল। তুমি থাকলে কবে সুস্থ হয়ে যেতাম। বাবু মনে আছে তুমি একবার খুব রাগ করলে ।আর আমায় দেখতে আস না তখন আমি রিকিকে দিয়ে ফোন করিয়ে বললাম আমি অসুস্থ। তখন তুমি আর থাকতে পারলে না, চলে এলে। ঠিক যদি এভাবে কল করলেই তুমি চলে আসতে পারতে তবে আমার মন সব সময় ভাল থাকত। তুমি কিন্তু অনেক পঁচা একটাও মেইল করো না।
No comments:
Post a Comment