তুমি কেন বললে সকালে মেইল করছি জানো কাল আমি কত ব্যস্ত ছিলাম। ইউ,বি,এস, এবং ইন্ডিয়া থেকে বসেরা এসেছে সারা দিন কাজ করেছি। ছুটির পরও কাজ করেছি। তারপর তোমার জন্য মেইল করতে বসেছি। শুধু কারেন্ট ছিল না বলে সেন্ড করতে পারি নাই। আর তুমি কী না হেসে উড়িয়ে দিলে। সারা রাত ঘুম হয় না। জেগে থাকি অনেক্ষন। যতক্ষন জাগি চুপচাপ তোমার কথা মনে হয় তারপর পড়ি। প্রার্থনা ও বাইবেল পড়ে ঘুমাতে যাই। এতক্ষন তো ভাল ছিল যেই না ঘুমাতে যাবা অমনি কোথা থেকে একটা মেয়ের কথা মনে পরে। যার ছবি ফেসবুকে আজ চেঞ্জ করেছি। জানি না তুমি দেখছ কীনা। জানো আজ কে এনজিও ব্যুরোতে গিয়েছিলাম একটু সময় বসতে হয়েছিল। সেই সময় জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখি একটি বাঁধানো জাম গাছ, খুব চেনা চেনা লাগছিল। হঠাৎ মনে পড়ে গেল লাকি যখন নাচ শিখতে এসেছিল তখন আমরা একদিন ওকে আনতে গিয়ে ওখানে বসেছিলাম। তোমার কী মনে পড়ে? শিল্প কলা একাডেমি। বাবু আজ দিপু দিকে ফোন করেছিলাম। দিদি বললো তুমি না আমার জন্য কান্না কর? তোমার মন নাকি খারাপ থাকে? আমি ভাবতাম তুমি মনে হয় ঐ পরিবেশে তোমার মন ভাব প্রকাশ করতে পার না। কিন্তু দেখলাম না তুমি আমার জন্য অনেক ভাব। সত্যি তুমি অনেক অনেক ভাল।
অপর্ণা দি, দাদা সবাই ভাল আছে। দিদি ঐ হসপিটাল থেকে চাকরি ছেড়ে দিয়েছে এবং খুব তারাতারি একটা সরকারী চাকরি পাবে আমরা আশা করি। ওরা এ মাসে শাহবাগ স্যারের সাথে নতুন সরকারী ভবনে উঠবে। খুব ভাল হবে। এ্যালিস্ ওরা ভাল আছে। বৌদি অনেকটা চেঞ্জ হয়েছে। অনেক দিন হলো বাসায় কাউকে আসতে দেখি না। মার্থাদি ভাল আছে কিন্তু ওনার পিঠে অনেক ব্যথা হয়। ডাক্তার বলেছে রেষ্ট নিতে। রমজান শুরু হতে আর বেশি দিন নাই সব জিনিসের দাম হুহু করে বাড়ছে।
আমাকে বাংলা কোন টিভি নিউজ দিয়ে লাভ নেই। আমার টিভি দেখার সময় হয় না। যতক্ষন বাসায় থাকি তখন সারাটা সময় চুপ করে বসে থাকি। রাস্তায় যখন বাসে থাকি তখন এম,পি ৩ তে গান শুনি। এছাড়া আর কিছু ভাল লাগে না। তোমার কাজ কেমন লাগে? ড্রাইভিং শেখা কী শুরু করছ? কোন পড়াশুনা শুরু করছ কী? ইংলিশ বাইবেলটা কী করছো? পড়ার চেষ্টা কর। আমি একটা বই পাইছি। আমার এম,বি,এর। ঐটা পড়ছি কিন্তু সব এত খটকা ইংলিশ মনে রাখা কঠিন। প্রার্থনা করো যেন সমস্যা না হয়।
ডলি, লাক্স কী করে? মা কী সব কিছু এডজাষ্ট করতে পারছে? মা কী আমার কথা কিছু বলে? তুমি আমায় ওখানে যাবার পর কোন খবর দাও না। তুমি খুব ভাল। কিন্তু অফিস থেকে আমার যে এখন বাসায় যেতে মন চায় না? তুমি কি আমায় মাঝে মধ্যে কল করতে পার? ফোন বাজলে বুকটা কেমন করে মনে হয় তুমি বোধ হয় কল করলে।
এখন তোমাদের সময় রাত ৪:৩০। তুমি কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো। মন চায় তোমার মাথার কাছে বসে তোমার চুলে হাত বুলিয়ে দেই। আর তোমার দিকে তাকিয়ে থাকি। বাবু তুমি কবে আসবা? তোমার হাতটা ধরতে পারব কবে? সেই আশাতে রইলাম। ভাল থাক। শোন তোমাদের সময় সকাল ৭:৩০ আমাদের ডিভশন শুরু হয়। তাই তুমি ওভাবে রেডি থকবে। আমি তোমাকে খুব খুব মিস্ করি।
No comments:
Post a Comment