বাবু তোমায় অফিস আওয়ারে সময় দিতে পারি নাই। আমার খুব খারাপ লেগেছিল। জানি তুমি অনেক কিছু বলতে চাও কিন্তু পার না। হয়তো আমার মত করে অবলীলায় তোমার দুঃখ গুলো বের হয়ে আসে না। কিন্তু আমি জানি তোমারও সুন্দর একটা মন আছে যেটা এখানে পড়ে আছে। আমি অনেক মিলাতে চেষ্টা করেছি কিন্তু তোমার মতই তুমি। সবার মত করে তোমার অনেক কিছু নেই, নেই তোমার অনেক দাবি। শুধু সুন্দর ভাবে যেন একটি সংসার হয় তাই চেয়েছ। আমি এখন ভাবি মানুষ এত কম নিয়ে কী ভাবে বাঁচে? মাঝে মাঝে মনে হয় তুমি থাকতে আমায় কখনও না বলোনি যখন যা আবদার করেছি তাই কিনতে বলেছো। শুধু বাজারের টাকা ছাড়া হাতে কিছুই রাখোনি। আমার খুব খারাপ লাগে যখন মনে পড়ে তোমায় দেবার মত আমার কিছুই ছিল না। তাই চেষ্টা করতাম গতর খাটিয়ে কিছুটা শোধ দেবার। তাই তোমার সাথে কখনও বা দিদিরা এলে মনে হয়েছে আমি আর কী করতে পারি যাই নীলু যা বলে তাই চরি গিয়ে। কিন্তু তুমি তাও করতে দিতে চাইতে না। সব সময় চাইতে দিদিদের বিষয় গুলো নিজে দেখতে। জানি কোন দিন অবহেলা করনি বরং যত অবহেলা করেছি আজ বহু দুরে বসে তার প্রায়শ্চিত্ব করছি। তবে সত্যি তোমায় ভালবেসিছি অনেক তোমার মত করে নয় কিন্তু একান্ত আপন ভাবে। তবে ঠিক কখন যে তুমি এ মনের সর্বেসর্বা হয়ে গেছো তা বুঝতেও পারি নি। তাই তোমার পরবাসে এত ব্যথা লাগে। মন বারে বারে ভেঙ্গে পড়ে। আজ আর শত চেষ্টাও নিজেকে বুঝ দিতে পারি না। আমি তোমার কাছে চির ঋনী হয়ে রইব। অন্য কোন কারনে নয় বরং তোমার উজার করা ভালবাসার জন্য। জানি তোমার মত করে তোমায় ভালবাসতে পারবনা তোমায় ভুল বুঝ না। এ হৃদয়ের সব টুকু জুরে তুমি তোমার স্মৃতি। যদি কখনও দেখাতে পারি তবে সেদিন তুমি কেবল বুঝবে।
কাল নতুন বাজার গিয়েছিলাম। পলাশদের ওখানে। মিশনের ছবি আনতে। ফেরার পথে ফ্লাই ওভার ব্রীজ দিয়ে আসার সময় অত লোকের মাঝেও চোখ ভিজে এল। নিশ্চই সেই সন্ধ্যার কথা তোমার মনে আছে। আজ আমার মনে হয় আমাদের খুব বেশি মজার স্মৃতি নেই। যা আছে তাও সব তোমার পীড়াপিড়ির জন্য সম্ভব হয়েছে। তুমি যি আমার মত হতে তবে হয়তো আমার জীবনটা এত সুন্দর লাগত না। বাবু মাঝে মাঝে তুমি না হয়ে যদি অন্য কেউ এ জীবনে আসত তবে কী আমি এতটা উদাসীন থাকতে পারতাম? তবুও তুমি কখনও অভিযোগ করো নি। নীরবে ভালবেসেছো। জানি আমার জন্য এটা একটা শিক্ষা। জীবনে কীভাবে ভালবাসতে হয় তুমি তা আমায় নতুন ভাবে শেখালে। জীবনে আজ এ পর্যন্ত যা পেয়েছি তা অনেক অনেক খানির দাবিদার তুমি। জানি আমায় ঘিরে তোমার যে বলয় তার মাঝে হাজারও আশার ঝলকানি। বাবু জানি না ঠিক ততখানি পারব কীনা কিন্তু তোমায় কথা দিলাম যদি ঈশ্বর বাধা না দেন তবে আমার চেষ্টার কমতি থাখবে না। তোমার জন আমার গর্ব হয় যখন দেখি তুমি আমার সাথেও অন্য ছেলেদের ব্যপারে তেমন কোন আগ্রহ দেখাও না। আর আমি না বুঝেই কত সময় নানান কথা বলে দুঃখের কারন হয়েছি। জানি তুমি এর প্রতিশোধ নিবে কীনা যদি নাও তবেই বা আমার কী করার থাকবে কারন এর জন্য আমি নিজেই দায়ি। বাবু আমার জীবনের হাজার ভুলের মাঝে তুমিই আমার বড় সান্ত্বনা। আমায় তোমার মত ভাল হতে যত দিন সময় লাগে কথা দাও পাশে রবে। যদি চলে যাও ধরে নেব হারানোর জন্যই বোধ হয় আমার জন্ম। আর হারাব বলেই তোমায় এ জীবনে পাওয়া। ভাল থাক। এ আমার হৃদয়ের প্রতি সেকেন্ডের প্রার্থনা। আর কী প্রার্থনায় খুশি থাকবে জানি না। আমি ভাল আছি কারন আমার সবটুকু জুড়ে কেবল তুমি আর তুমি। যদি পার একটা মেইল করো।
No comments:
Post a Comment