Monday, August 17, 2009

বাবু তোমার জন্য

বাবু তোমার জন্য আজকে অপেক্ষা করলাম কিন্তু সকালে তুমি নেটে আর বসলে না। ডলি রাত ১:৩০টায়ও নেটে বসেছিল। তুমি কী বসতে পার না? তুমি কেমন আছো। আমি মোটামুটি ভাল বোধ করছি। তবে আজও অনেক দেরি করে অফিস থেকে বের হয়েছি। কিচ্ছু ভাল লাগে না। তোমার খরব কী? শোন একটি কথা তুমি সকাল বেলা উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত কখন কী করো সব বিস্তারিত জানিয়ে পারলে একটি মেইল করো যাতে আমি প্রতি মুহুর্তে বুঝতে পারি তুমি কী করছো। শোন দাদাকে একটু বলবা তোমায় যেন ১ বছরের জন্য পাঠিয়ে দেয়। আমার একা একা ভাল লাগে না। শোন তোমার কিচ্ছু করতে হবে না আমি সব করব তোমার কাপড়ও কেঁচে দেব কিন্তু একটি বার অন্তত আস। তোমায় না দেখতে দেখতে আমার চোখ কানা হয়ে যাবে। কাল রাতে বাসায় কেউ ছিল না। ভাই গিয়েছিল ওর বন্ধুর বাসায় কাজে আর বৌদিরা দিদির সাথে উওরা। আমি সারা রাত একা তোমার কথা খুব খুব মনে হয়েছে আর কান্না করছি। বার বার মনে হয়েছে তুমি বোধ হয় আমার পাশেই আছো কিন্তু হাত দিয়ে দেখি না ফাঁকা বিছানা। কিযে খারাপ লেগেছে তোমায় বোঝাতে পারব না। তুমি জানো আমার মন ভাল না থাকলে আমি খেতে পারি না। সব রান্না করা ছিল কিন্তু খেতে পারলাম না ভাত মাখিয়ে মনে হয়েছে আমার সাথে আর কেউ খাবে না? ভাল হইছে অল্প একটু খেয়ে ঘুমাতে গিয়েছিলাম। তোমার ছবিটা বারে বারে দেখছি। আর মনে হইছে তুমি একটা স্বার্থপর শুধু নিজের কথা ভেবে দুরে গিয়ে বসে আছো। তোমার উপর মন খুব রাগ করে। বাবু তুমি কী একটু মোটা হইছো। তোমার চুলের কী অবস্থা আমায় তো কিছু লিখনা। এবার অন্য কথা যদিও তোমার কথা ছাড়া আমার অন্য কথা ভাবতে বা লিখতে মন চায় না। মনে হয় নীলা এ সময়টা কম পেল। তোমরা কী বেড়াতে গিয়েছিলে? বাবু লাকি নতুন মেইল এড্রেস ব্যবহার করে, না? জান জনি বিশ্বাস ওর ফেসবুক থেকে লাকিকে বাদ দিয়ে দিছে আর লাকিও ওর ফেসবুক থেকে জনিকে বাদ দিছে কারন ঠিক ধরতে পারলাম না। আর কিছু লিখতে পারব না। তুমি ভাল থাকো। আমার অফিস করতে ভাল লাগে না। চাকরী ছাড়ার প্ল্যান করতে হবে বুঝলা। তুমি মেইল করবা ব........................ড়। মনে থাকে যেন। অনেক অনেক হাপ্পা তোমার জন্য।

No comments:

Post a Comment